এই নামাজ জীবনে একবার হলেও পড়ুন। গুনাহ মাফের নামাজ।তওবার নামাজ পড়ার নিয়ম।।Tauba namaz।।Tauba।Namaz
Автор: JANNATI sifa
Загружено: 2025-10-29
Просмотров: 399
এই নামাজ জীবনে একবার হলেও পড়ুন। গুনাহ মাফের নামাজ।তওবার নামাজ পড়ার নিয়ম।।Tauba namaz।।Tauba।Namaz
বিসমিল্লাহ্ হিররাহ মানির রাহিম।
আসসালা মুয়ালাইকুম অয়ারাহ মাতুল্লাহ! আলহামদুলিল্লাহ্ আসসালাতু আসসালা মুয়ালা রাসুল আল্লাহ্ ।
সুপ্রিয়" Jannati sifa" চ্যানেলের শ্রোতা বিন্দ আসা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ।
আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে, তওবার নামাজ কিভাবে আদায় করতে হয়?
এবং তওবার নামাজ কি জন্য পড়তে হয়? বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
সর্বপ্রথম তওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জেনে নিই, এ নামাজ পড়ার জন্য কোন সময়
নির্দিষ্ট নেই। তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়া উত্তম। যদি হঠাৎ করে কোন গুনাহের
কাজ করে বসেন, অথবা অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এ নামাজ পড়িতে হয়।
তওবা এবং ইস্তফার আমাদের জন্য মিরাজ স্বরূপ হযরত আদম আলাই সাল্লাম এর থেকে পাওয়া গিয়েছে।
আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে, আছেঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম দৈনিক সত্তর বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক একশতবার
তওবা করতেন। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম ১১০ দোয়া ইস্তেগফার পাঠ করে দুই রাকাত
নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার ১১০ বার পড়ে তারপর কয়েকবার দুরুদ শরীফ পড়ে
গুনাহ মাফের জন্য মোনাজাত করতে হবে। চলুন বিস্তারিত ভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নিই,
প্রথমে ইন্নিওয়াজ্জাতু ও নিয়ত মনে মনে করবেন। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তা'আলা
রাক'আতাই সালাতিল তাওবা সুন্নতি রাসূলুল্লাহি তাইয়ালা মোতাওয়াজ্জিহান ইলা
জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর। সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে একটু লক্ষ্য করবেন,
আরবিতে যদি নিয়ত করতে অসুবিধা হয় তাহলে বাংলায় নিয়োগ করতে পারেন। যেমন,
আমি কেবলা মুখী হয়ে আল্লাহ তায়ালার জন্য তওবার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার
জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার। নিয়ত উচ্চস্বরে পড়ার প্রয়োজন নেই , নিয়ত
মনে মনে করলেই হবে। তারপর নামাজের শুরুতে সানা পড়ে নিন। যেমন সুবহানাকা
আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।
তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যেকোন একটা সূরা পড়বেন।
তারপর রুকু-সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে আবারো সূরা ফাতিহা এবং যেকোনো
একটি সূরা পাঠ করবেন এবং রুকু-সিজদা করবেন। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন।
তারপর সালাম ফিরিয়ে ১১০ বার দোয়া ইস্তেগফার পড়ুন। তারপর কয়েকবার দুরুদ
শরীফ পড়ে আল্লাহ তায়ালার নিকট দুই হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন।
তওবার নামাজ পড়ার সঠিক নিয়ম জানুন এই ভিডিওতে। তওবার নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মানুষকে তাদের ভুল থেকে ফিরে আসতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে সাহায্য করে। এই নামাজটি কিভাবে পড়তে হয়, তার সঠিক নিয়ম এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। তওবার নামাজ পড়ার সময় কোন কোন বিষয়ে মনোযোগ দিতে হবে, কীভাবে নিজেকে পরিষ্কার করতে হবে, এবং কীভাবে নামাজ পড়ার সময় আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে সে সম্পর্কেও জানতে পারবেন। তওবার নামাজের গুরুত্ব এবং এর সুফল সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই, তওবার নামাজ সম্পর্কে আরও জানতে এবং এই ইবাদতটি সঠিকভাবে পালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা পেতে ভিডিওটি দেখুন।
#jannati_sifa
#গুনাহ_মাফের_নামাজ
#তওবার_নামাজ_পড়ার_নিয়ম
#Tauba_namaz
#Tauba
#Namaz
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: