সিরাজগঞ্জের সবচেয়ে বড় মাছের আড়ত!
Автор: ঘুরতে বের হই
Загружено: 2025-07-11
Просмотров: 81
সিরাজগঞ্জ সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, এক নিভৃত চরজমিতে গড়ে উঠেছে এক বিশাল মাছের আড়ত— কুটুবের চর। এখানকার মানুষ একে ডাকে “মাছের হাট” নামে, কিন্তু এটি একটি আঞ্চলিক মাছের হাব। প্রতিদিন ভোরে এখানকার হাটে হাজির হন শত শত বিক্রেতা ও পাইকারি ক্রেতা। কেবল স্থানীয়রা নয়— পাবনা, নাটোর, টাঙ্গাইল, এমনকি ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারাও এখানে মাছ কিনতে আসেন। এখানে পাওয়া যায় পাবদা, টেংরা, রুই, কাতলা, বোয়াল, চিংড়ি, গলদা, শিং, মাগুর, পুঁটি, তেলাপিয়া, সিলভার কার্প, গ্রাস কার্প, ইত্যাদি মাছের রকমারি সম্ভার। অনেকেই জানেন না—এই কুটুবের চরের মাছ যায় দেশের বড় বড় হোটেল-রেস্টুরেন্টে। এখানে মাছের মান এবং দামে সামঞ্জস্য বজায় থাকে, যার জন্য এর চাহিদা বাড়ছেই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: