শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য আলোচনায় অধ্যাপক কবি অবশেষ দাস
Автор: Gautam Suchetana
Загружено: 2026-01-08
Просмотров: 10
৪ জানুয়ারি ২০২৬ রবিবার বিকেল তিনটের সময় পশ্চিম পাঁচগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয় সুচেতনা সাহিত্য পত্রিকার ২৯ বর্ষ ২ সংখ্যা তথা ৫৮তম সংকলন শুভপ্রকাশ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রত্নতাত্ত্বিক ড রূপেন্দ্রকুমার চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব ও আঞ্চলিক ইতিহাস গবেষক দেবীশংকর মিদ্যা, গবেষক প্রাবন্ধিক পূর্ণেন্দু ঘোষ, সুন্দরবন বিষয়ে গবেষক প্রাবন্ধিক সুভাষচন্দ্র আচার্য্য, অধ্যাপক অবশেষ দাস। একই মঞ্চ থেকে প্রকাশিত হয়েছে দুটিপ গ্রন্থ। রতনচন্দ্র সরদার প্রণীত প্রবন্ধ সংকলন সেতু এবং পঞ্চানন দাস রচিত কাব্যগ্রন্থ কপালের ষষ্ঠীপুজো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কবি, গল্প লেখক, প্রাবন্ধিক, গবেষক, ক্ষেত্রসমীক্ষক, সম্পাদক, সাংবাদিক, অধ্যাপক, শিক্ষক, সংগীত শিল্পী ব্যক্তিত্ব।
বিপদতারণ নস্কর, শম্ভু মণ্ডল, শম্ভুনাথ মণ্ডল, কুমারেশ নস্কর, প্রবীর মণ্ডল, অনিন্দ্য পাল, রফিক উল ইসলাম, স্বস্তি সরদার ভৌমিক, নন্দন ভৌমিক, জিতেন মিস্ত্রী, দেবপ্রসাদ পেয়াদা, বিশ্বজিৎ ছাটুই, ভোলানাথ মণ্ডল, সঞ্জয় মুখোপাধ্যায়, জয়শ্রী মুখোপাধ্যায়, মায়া মাহাতা, সনৎ মণ্ডল, যদুগোপাল দাস, ড. শুভঙ্কর মণ্ডল, মধুমিতা চক্রবর্তী এবং আরও অনেকে।
এই পর্বে দেখা যাবে শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য বিষয়ে আলোচনা। আলোচক অধ্যাপক কবি অবশেষ দাস।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: