রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে অনু অঝোরে কাঁদছে। কষ্টে নয়; আনন্দে। সে তার আঠারো বছরের জীবনে
Автор: Golpo Kotha
Загружено: 2025-10-13
Просмотров: 17745
রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে অনু অঝোরে কাঁদছে। কষ্টে নয়; আনন্দে। সে তার আঠারো বছরের জীবনে কখনোই শাড়ি পরেনি। কখনো ইচ্ছেও হয়নি। শাড়ি তার কাছে ঝামেলা লাগতো। অথচ রায়ান ভাইয়ের দেওয়া শাড়িটা গায়ে জড়াতেই কী রকম ইমোশোনাল হয়ে গেল সে! জন্মদিনে শাড়িটা উপহার হিসেবে পেয়েছিল অনু। অনুষ্ঠান শেষ করে সব গিফ্ট সাইডে রেখে আগে রায়ান ভাইয়ের দেওয়া প্যাকেটটি খুলেছিল। কালো রঙের জর্জেট শাড়িটি দেখে খুশিতে ঝলমল করে ওঠেছিল শাড়ি পছন্দ না করা অনু! কারণ এটা রায়ান ভাইয়ের দেওয়া গিফ্ট বলে কথা! শাড়িটা নিয়ে সে আয়নার সামনে দাঁড়াল। জামার ওপরেই আঁচলটা বুকে জড়িয়ে দেখল তাকে কেমন লাগছে। কী অদ্ভুত একটা অনুভূতি, আনন্দ! চোখে পানি, ঠোঁটে হাসি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: