আমিনশীপ কোর্স- ১ম পর্ব- একজন দক্ষ সার্ভেয়ার বা আমিন হতে যে বিষয়গুলো জানা থাকতে হবে॥ Nibir Aronno
Автор: Easy Study House
Загружено: 2025-04-14
Просмотров: 4492
◆ ভিডিওর বিষয়গুলোসহ একজন সার্ভেয়ারের আরও কিছু ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়। সেগুলো নিম্নরুপ-
surveyor (noun) অর্থ আমিন, যে ভূমি জরিপ করে। তাকে হতে হবে বিশ্বস্ত, আস্থাভাজন সৎ ও ন্যায় পরায়ন।
1. শিক্ষাগত যোগ্যতাঃ সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন হয়। বাংলাদেশের যে কোন অনুমোদিত সার্ভে ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এ পেশায় আসতে হয়। সার্ভেয়ার সনদ গ্রহন করা উচিত।
2. একজন দক্ষ সার্ভেয়ারের সাথে থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে।
3. নকশা থেকে জমি মাপনির জন্য সঠিক যন্ত্রপাতির প্রয়োজন।
4. ভূমিজরিপ বা ল্যান্ড সার্ভে একটি টেকনিক্যাল কার্যক্রম। এর সাহায্যে একটি এলাকার নির্দিষ্ট ভূমিখন্ডের একটি নির্দিষ্ট স্কেলে কাগজে পরিমাপ গ্রহণক্রমে এর অবস্থান, আয়তন ও সীমানা নির্ণয় করার অভিজ্ঞতা থাকতে হবে।
5. যার যার হিস্যা অনুযায়ী জমি বন্টন করার প্রক্রিয়া সঠিক ভাবে জানতে হবে।
6. খতিয়ানের হিস্যা অনুযায়ী জমি বন্টন ও ফারায়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
7. জরিপ ও পরিমাপ বিষয়ে সম্যক ধারণা গ্রহন করতে হবে। জ্যামিতি বিষয়ে জ্ঞান, ক্ষেত্রফল নির্নয়ের সূত্র ও হেরন্স ফর্মুলা জানা থাকতে হবে।
8. মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, প্রজেক্ট, অটোক্যাড (AutoCAD) ও হিসাবের সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা অর্জন করা উচিত।
9. ধৈর্য ও উপস্হিত জ্ঞান থাকতে হবে।
10. যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা ধারন করতে হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: