জ্ঞান গঞ্জের গুপ্ত হংসযোগ - যেখানে রয়েছেন মহর্ষি অঙ্গীরা ও মাতঙ্গ - GyanGanj and HansaYoga - Bengali
Автор: Mahavatar Sri Sri Dadaji Maharaj
Загружено: 2019-11-02
Просмотров: 45186
জ্ঞান গঞ্জের গুপ্ত হংসযোগ - যেখানে রয়েছেন মহর্ষি অঙ্গীরা ও মাতঙ্গ - GyanGanj and HansaYoga - Bengali
অধ্যাত্মিক জগতের পরম দিব্য ও রহস্যময় স্থান হল জ্ঞানগঞ্জ। এই অলৌকিক অদৃশ্য স্থানটি সকল অধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু। এই জ্ঞানগঞ্জ থেকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অধ্যাত্মিক শক্তি, অধ্যাত্মিক তেজ, অধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করে। এই রহস্যমই স্থানের খোঁজ, এর বিষয়ে জানার কৌতূহল প্রত্যেক মানুষের মনে প্রত্যেক মুহূর্তে চলতে থাকে কিন্তু এই রহস্যময় স্থানের সম্পর্কে সঠিক জ্ঞান কেবল মাত্র উচ্চকোটির মহাযোগী মহাত্মাদের কাছেই রয়েছে। আজকের এই পর্বে শিবকল্প মহাযোগী সদগুরু শ্রী শ্রী দাদাজী মহারাজের কৃপায় এই রহস্যে আবরিত জ্ঞানগঞ্জ সম্পর্কে কিছু নতুন তত্ত্ব, কিছু নতুন জ্ঞান লাভ করবো।
জ্ঞানগঞ্জ হল সকল অধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু। এখান থেকে সকল সাধক তাঁদের অধ্যাত্মিক শক্তি লাভ করে। জ্ঞানগঞ্জে বিভিন্ন ধারার সাধনা চলে যেমন যোগ, ক্রিয়া যোগ, হট যোগ, তন্ত্র যোগ, জ্ঞান যোগ, অঘোর সাধন ইত্যাদি। জ্ঞানগঞ্জের বিভিন্ন স্থানে এই সকল ধারার উচ্চতম সাধনা চলে। তার মধ্যে এক বিশেষ স্থান রয়েছে যা অসম্ভব অলৌকিকতায় ভরপুর। জ্ঞানগঞ্জের এই বিশেষ স্থানে চলে এক গুপ্ত সাধন যার নাম হল হংসযোগ। এই স্থানটিতে খালি কাঁঠাল গাছ ভর্তি। অধ্যাত্মিক সাধন জগতে কাঁঠাল গাছের অসীম মাহাত্ম্য। কাঁঠাল গাছে অধ্যাত্মিক তেজ জমায়ত হয় এবং তাই যোগী মহাযোগীগণ কাঁঠাল গাছ বেছে নেন সাধন করার জন্য। কাঁঠাল গাছে ঘেরা জ্ঞানগঞ্জের এই বিশেষ স্থানে চলে গুপ্ত সাধনা যাকে হংসযোগ বলা হয়। হংসযোগের মাধ্যমে মহাসিদ্ধি লাভ হয়। এই মার্গের সাধনায় রত সাধকদের প্রধান গুরু হলেন মহর্ষি অঙ্গীরা। মহর্ষি অঙ্গীরা সত্যযুগ থেকে শরীর ধারণ করে আছেন, এবং তার উচ্চতা ২০ হাত অর্থাৎ প্রায় ৩৫ ফুট। এই স্থানের দ্বিতীয় গুরু হলেন মহর্ষি মাতঙ্গ যিনি বজরংবলি হনুমানজির গুরু। মহর্ষি অঙ্গীরা সকল সাধকদের দীক্ষা দেন, এবং মহর্ষি মাতঙ্গ তাঁদের উচ্চজ্ঞান ও উচ্চক্রিয়ার নির্দেশ দেন। এই স্থানের নবীন থেকে নবীনতম সাধকদের বয়সও কম করে ২০০ থেকে ৩০০ বছর। এমনই অলৌকিক এবং আশ্চর্যকর হল জ্ঞানগঞ্জের এই স্থানটি।
অদৃশ্য অলৌকিক জ্ঞানগঞ্জ চির রহস্যে ঢাকা। উচ্চকোটির মহাযোগীদের কৃপা ছাড়া এই গুপ্ত স্থানের সম্পর্কে কিছু জানা অসম্ভব। শিবকল্প মহাযোগী শ্রী শ্রী দাদাজী মহারাজের কৃপায় আমরা ধীরে ধীরে জ্ঞানগঞ্জের সম্পর্কে বহু নতুন তত্ত্ব জানতে পারছি। জয় সদগুরুদেব, জয় দাদাজী মহারাজ।
https://www.dadajimaharaj.com
/ dadajimaharaj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: