প্রসাবের পরে ৪০ কদম হাটাহাটি করা যাবে? | প্রসাবের পরে ফোটা ফোটা আসলে করণীয় কি?
Автор: ওহীর আলো
Загружено: 2023-01-26
Просмотров: 66982
প্রসাবের পরে ৪০ কদম হাটাহাটি করা যাবে?
পেশাব করার পর চল্লিশ কদম হাটার বিষয়ে কোন হাদীস নেই। সহীহ হবেতো দূরে থাক।
সুতরাং এটিকে হাদীসের কথা বলা হাদীসের নামে মিথ্যাচার হবে।
তবে হাদীসে পেশাব থেকে অধিক পরিমাণ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কবরে অধিকাংশ ব্যক্তির আযাবের কারণ এই পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকা।
এখন প্রত্যেক ব্যক্তি তার নিজের অবস্থা ও বয়স অনুপাতে কতক্ষণ পর্যন্ত পেশাব ঝরে সেই হিসেবে পেশাবের ফোটা থেকে বাঁচতে যা করণীয় তা করবে।
যদি ঢিলা বা টিস্যু নিয়ে হাটার মাধ্যমে পেশাবের ফোটা বন্ধ হয়, তাহলে তা করবে। আর যাদের টিস্যু নিয়ে হাটাচলা ছাড়াই পেশাবের ফোটা বন্ধ হয়ে যায়, তাদের জন্য এটার প্রয়োজন নেই।
আর সূরা তওবার ১০৮ নং আয়াতের ব্যাখ্যা হল, এ আয়াতে কুবাবাসীর প্রশংসায় নাজিল হয়েছে। যারা ঢিলার সাথে পানি ব্যবহার করতো। তাই যেহেতু এর মাধ্যমে অধিক পরিচ্ছন্নতা অর্জিত হয় এজন্য আল্লাহ তাআলা তাদের পবিত্রতার প্রশংসা করে উক্ত আয়াত নাজিল করেছেন।
প্রসাবের পরে ৪০ কদম হাটাহাটি করা যাবে
প্রসাবের পরে ফোটা ফোটা আসলে করণীয় কি
প্রসাবের পরে হাটাহাটি করা যাবে
প্রসাবের পরে হাটাহাটি
প্রসাব থেকে পবিত্র হওয়ার নিয়ম
প্রসাবের পরে নাচানাচি
প্রসাবের পরে
prosaber pore
bangla waz
new waz
বিঃদ্রঃ - আমাদের চ্যানেলে কোন এ্যাড চালু নেই, যদি আপনি ভিডিও দেখতে দেখতে এ্যাড পেয়ে যান। তাহলে বুঝবেন ইউটিউব কতৃপক্ষ এই এ্যাড চালু করেছেন, যা বন্ধ করার কোন ক্ষমতা আমাদের হাতে নেই।
Page - https://www.facebook.com/profile.php?...
#Bangla_new_waz_ওহীর_আলো
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: