🌹গোলাপের চারা গাছ কিভাবে মাটিতে লাগাবেন ও সার প্রয়োগ এবং পরিচর্যা 🌹
Автор: Rose Garden Insight
Загружено: 2025-11-13
Просмотров: 125
🌹গোলাপের চারা গাছ কিভাবে মাটিতে লাগাবেন ও সার প্রয়োগ এবং পরিচর্যা 🌹#potting #rose #gardening #media
মাধ্যম : মাটি
নতুন গোলাপ গাছ টব-এ বসানোর পরে (৬ ইঞ্চি টব)
প্রথম ৩ দিন শুধু জল দিন
মূলের যত্ন (১ মাস)
প্রথম ৭ দিন শুধুমাত্র NPK 12 61 00 (½ লিটার জলে ½ গ্রাম) মিশিয়ে গাছের গোড়ায় দিন
পরবর্তী ১৫ দিন (একদিন বিরতিতে) শুধুমাত্র NPK 13 40 13 (½ লিটার জলে 1/2 গ্রাম) এর সাথে সমপরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গাছের গোড়ায় দিন
প্রতি সপ্তাহে একবার হিউমিক অ্যাসিড (½ লিটার জলে 1ml অথবা 1gm) দিয়ে গাছের গোড়ায় দিন
প্রতি সপ্তাহে একবার সীউইড (১ লিটার জলে 1ml) স্প্রে করুন
প্রতি সপ্তাহে একবার, নতুন কুঁসি আসলে (প্রায় ১০ দিন পরে) কনফিডর (১ লিটার জলে ½ml) স্প্রে করুন
বৃদ্ধি (খাদ্য সরবরাহ)
প্রতি সপ্তাহে দুইবার NPK 13 40 13 এবং ম্যাগনেসিয়াম সালফেট (½ লিটার জলে ½ গ্রাম) মিশিয়ে গোড়ায় দিন
প্রতি সপ্তাহে দুইবার NPK 20 20 20 (½ লিটার জলে ½ গ্রাম) এবং হিউমিক অ্যাসিড মিশিয়ে গোড়ায় দিন
প্রতি সপ্তাহে দুইবার NPK 13 00 45 (½ লিটার জলে ½ গ্রাম) মিশিয়ে সেচ দিন
pH সমস্যার জন্য সাদা ভিনেগার (৩ml/লিটার) গোড়ায় দিন
মাইটস হলে কাকা (২ml/লিটার) স্প্রে করুন
থ্রিপস হলে কনফিডর (০.৫ml/লিটার) স্প্রে করুন
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️যদি আপনার চাঁরা গাছটি বসানোর সময় মাইকরাইজা দিয়ে বসান তাহলে রুট ট্রিটমেন্ট ১১/১২ দিন পর চালু করবেন । কারণ মাইকরাইজা এর চরম শত্রু ফসফেট তাই মাইকরাইজা তার নেটওয়ার্ক তৈরি করে নিলে আপনারা ১২-৬১-০০ দিয়ে ১১/১২ দিন পর রুট ট্রিটমেন্ট শুরু করবেন। আর মাইকরাইজা না ব্যবহার করলে ৩ দিন পর থেকেই করতে পারেন ।
#rose #rosegarden #viral #media #feeding #chadbagan #plants #rosé #watermanagement
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: