খিজির আ. কীভাবে অমরত্ব লাভ করেছিলেন? আবে হায়াতের রহস্যময় কাহিনী | Mufti Mahmudabadi | bd waz
Автор: bd waz
Загружено: 2025-12-09
Просмотров: 4922
হযরত খিজির (আ.)—ইসলামি ইতিহাসের অন্যতম রহস্যময় ব্যক্তিত্ব। তাঁর অমরত্ব লাভের ঘটনা, আবে হায়াতের সন্ধান, কুহে ক্বাফ পর্বতের অন্ধকার গুহায় যাত্রা—সবই যুগে যুগে আলেম, সুফি এবং ওলি-আউলিয়াদের আলোচনার কেন্দ্রবিন্দু। মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদীর মনোমুগ্ধকর আলোচনায় এই কাহিনী আরও স্পষ্ট হয়ে ওঠে।
ইতিহাসে বর্ণিত আছে—যুলকারনাইন (আ.) যখন বিশ্বশাসক ছিলেন, তখন তাঁর প্রধানমন্ত্রী ছিলেন খিজির (আ.)। একদিন তাঁরা শুনলেন—কুহে ক্বাফ নামক রহস্যময় পর্বতের অন্ধকার গুহায় আছে একটি কূপ, যার পানি পান করলে মানুষ কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে—অর্থাৎ আবে হায়াত।
এই অলৌকিক খবর শোনার পর তাঁরা আল্লাহর বিশেষ ওলি-আউলিয়াদের সঙ্গে পরামর্শ করে রওনা হলেন সেই পথে। হাজারো সহচর নিয়ে যাত্রা, গভীর অন্ধকার গুহায় পথ হারানো, রহস্যময় আলো ছড়ানো পাথর দিয়ে পথ খুঁজে পাওয়া—সব মিলিয়ে এই কাহিনী আমাদের ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহর কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়।
অবশেষে, খিজির (আ.) যখন আবে হায়াতের কূপ খুঁজে পেলেন এবং সেই পানি পান করলেন—তখন তাঁর ভেতরে প্রবাহিত হলো আল্লাহর রহমতের অপার আলো। এই কারণেই তিনি কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়।
bd waz চ্যানেলে আমরা এমন ইসলামিক কাহিনী তুলে ধরি যা হৃদয় ছুঁয়ে যায়, জ্ঞান বৃদ্ধি করে এবং ঈমানকে আরও শক্তিশালী করে। মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদীর ভাষায় আপনিও শুনুন খিজির (আ.)–এর অমরত্বের বিস্ময়কর কাহিনী।
#মুফতি_শাহিদুর_রহমান_মাহমুদাবাদী #খিজিরআ #আবেহায়াত #bdwaz #ইসলামিককাহিনী #ইসলামিকভিডিও #banglawaz #wazmahfil #mahfuzwaz #ইমান #ইলম #আল্লাহরকুদরত #muflishahidurrahman #mahfuzkalam #banglaislamicvideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: