প্ল্যাস্টিকের বোতলে পানি পান কতটা ক্ষতিকর? Plastic Bottles। Life Style । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-03-14
Просмотров: 29729
#প্ল্যাস্টিক_বোতল #Plastic_Bottles
ঘরে অথবা বাইরে পানি অথবা সফট ড্রিংকস সব ক্ষেত্রেই প্লাস্টিকের বোতলের ব্যবহার। দৈনন্দিন জীবনে পানিপানের ক্ষেত্রে প্লাস্টিক বোতল হয়ে গেছে আমাদের নিত্যসঙ্গী। প্লাস্টিকের বোতলে এখন সর্বত্র। রয়টার্সের তথ্য মতে, প্রতিদিন ১.৩ বিলিয়ন প্লাস্টিকের বোতল বিক্রি হয় বছরে যার পরিমান দাঁড়ায় ৪৮১ বিলিয়নে। এই প্লাসটিকের বোতল পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের শরীরের জন্যও ভয়ংকর ।
বেশিরভাগ বোতলজাত পানিতেই শরীরের জন্য খুবই বিপদজনক মাইক্রোপ্লষ্টিক উপাদানের উপস্থিতি পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে দেহে প্রবেশ করতে পারে ক্ষতিকর এই ‘মাইক্রোপ্লাস্টিক’। প্লাস্টিকের আণুবিক্ষণিক কণাকে বিজ্ঞানের ভাষায় ‘মাইক্রোপ্লাস্টিক’ বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৯৩ শতাংশ প্লাস্টিক বোতলেই রয়েছে এই ক্ষতিকর উপাদান।
গবেষক মেরিলিন গ্লেনভিলের মতে, প্লাস্টিক বোতল থেকে আরও এমন সব বিষাক্ত ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে, যার থেকে হরমোনের অসুখ ও স্তনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া প্লাস্টিকের বোতল টানা ব্যবহার করে গেলে ইকোলাইয়ের মতো অসুখের জীবাণুর জন্ম দিতে পারে। গবেষকরা বলছেন, এক্ষেত্রে স্টেইনলেস স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের বোতল অপেক্ষাকৃত নিরাপদ। তবে সেটিও খুব বেশি দিন ধরে ব্যবহার করে যাওয়া ঠিক নয়।
উল্লেখ্য যে, বাজারে বিক্রি হওয়া পানির বোতল অধিকাংশই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি। মূলত দুই ধরনের প্লাস্টিক দিয়ে মিনারেল বা ড্রিংকিং ওয়াটারের বোতল তৈরি হয়। এর একটি পলিকার্বন, যা বিসফেনল এ (বিপিএ) থেকে উত্পাদিত এবং অন্যটি পলিইথিলিন টেরেফথালেট বা পিইটি, যা পলিইথিলিন থেকে উত্পাদিত। পলিইথিলিনকে নিরাপদ বিবেচনা করা হলেও বিপিএ ক্ষতিকর কারণ বিপিএ প্লাস্টিকের আধারে জমে থাকা উপাদান দ্রবীভূত করার ক্ষমতা রাখে। পানিতে এসব উপাদান মিশে যায় সহজেই।
এই ধরনের বোতলে দীর্ঘদিন পানি পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যানসারের আশঙ্কাও। প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক উপাদান, যা দেহের জন্য ক্ষতিকর। এই ধরনের বোতলে দীর্ঘদিন পানি পান করতে থাকলে বোতল থেকে ক্রমাগত এই উপাদানগুলি শরীরে প্রবেশ করতে থাকে। প্লাস্টিকের বোতলে যদি গরম পানি ভরা হয়, তবে আরো বৃদ্ধি পায় এই ঝুঁকি।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: