Morning Assembly ||
Автор: United Public School & College, Jamalpur
Загружено: 2024-05-19
Просмотров: 198
Morning Assembly || @upscj
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক বিভাগে
একাদশ শ্রেণিতে অধ্যয়নের সুযোগ
আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগ: ১২০
মানবিক বিভাগ: ৮০
আবদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান বিভাগ : জিপিএ ৪.৫
মানবিক বিভাগ : জিপিএ ৩.৫
এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রথম বছরেই আমাদের অভাবনীয় সাফল্য। শতভাগ পাসসহ ৮১% A+, ১৯% A, 50% Golden A+
EIIN Number: 139551
মনোমুগ্ধকর সবুজ-শ্যামল স্নিগ্ধ নৈসর্গিক আবহে আধুনিক স্থাপত্যশৈলী ও সুশিক্ষা বিস্তারের প্রয়োজনীয় সব সুবিধা সম্বলিত জামালপুর জেলার সদর উপজেলায় শরিফপুরে অবস্থিত ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী, সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান; যা ইউনাইটেড গ্রুপের দাতব্য সংস্থা "ইউনাইটেড ট্রাস্ট" দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত।
প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত NCTB প্রণীত কারিকুলাম অনুসরণ করা হয় এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ইংলিশ ভার্সনে পাঠদান করা হয়।
শুধু ভালো ফলাফলই নয় Engineering, Medical ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করাই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:
✹ আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ক্যাম্পাস।
✹ দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী।
✹ দেশসেরা আধুনিক আবাসিক সুবিধা।
✹ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নিজস্ব ট্রান্সপোর্টের সুবিধা।
✹ কোন শিক্ষার্থীকে প্রাইভেট বা কোচিং করতে হয় না।
✹ ডিজিটাল কন্টেন্ট সমৃদ্ধ স্মার্ট ক্লাসরুম।
✹ ৬০০০ পুস্তক সমৃদ্ধ লাইব্রেরি।
প্রতিষ্ঠানের অন্যান্য বৈশিষ্ট্য:
১০ একর জায়গা জুড়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন সুবিশাল ক্যাম্পাস।
অত্যাধুনিক অডিটোরিয়াম ও সেমিনার হল।
অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ পৃথক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও আইসিটি ল্যাব।
অত্যাধুনিক হোস্টেল সুবিধা (গালর্স: ৩৩০ আসন ও বয়েজ: ৩৩০ আসন)।
আবাসিক শিক্ষার্থীদের জন্য পুষ্টি সমৃদ্ধ উন্নত খাবার।
ইনোভেশন ও আইটি ল্যাবে কোডিং, প্রোগ্রামিং ও রোবোটিক্স শেখানো হয়।
স্পেশাল ইংলিশ অ্যাডাপটেশন প্রোগ্রাম।
বিভিন্ন ক্লাবের মাধ্যমে নিয়মিত কো—কারিকুলার ও এক্সট্রা—কারিকুলার কার্যক্রম।
জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ (খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা)।
দক্ষ ও প্রশিক্ষিত ইনস্ট্রাক্টরের অধীনে অবস্ট্যাকল কোর্স ও ইনডোর—আউটডোর গেমস পরিচালনা।
শিক্ষার্থীদের যুগোপযোগী সফট স্কিল ট্রেনিং।
সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা (সিকিউরিটি গার্ড ও সিসি ক্যামেরা) ।
২৪/৭ মেডিকেল সাপোর্ট।
🎯 একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের জন্য নিচের লিংটি ব্যবহার করুন:
https://xiclassadmission.com.bd
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
☎️ মোবাইল: 01785-008300 / 0174 700 1800
🏠 যোগাযোগের ঠিকানা: শরিফপুর, জামালপুর, বাংলাদেশ
Our Social Medias:
🌐 ওয়েবসাইট ভিজিট করুন- https://upscj.org
ⓕ Visit our Facebook Page: / upscjamalpur
Visit our Youtube Channel: / @upscj
Visit our Instagram Channel: / infoupscj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: