গানের গুঁতো - দ্বিতীয় পর্ব - কৌশিক মৈত্র
Автор: GAAN TAAN
Загружено: 2023-07-31
Просмотров: 922
গানের গুঁতো - দ্বিতীয় পর্ব - কৌশিক মৈত্র
রাহুল দেব বর্মণের ওপরে আরও পাঁচটি প্রশ্ন।
১) শচীন দেববর্মণ আর রাহুল দেববর্মণের এক সাথে গাওয়া একমাত্র গানটি কি?
২) কিংবদন্তী গায়ক মহম্মদ রফির সঙ্গে রাহুল দেববর্মণের গাওয়া একমাত্র ডুয়েট গানটি কি?
৩) একটি গান ছিল যেখানে কিশোর কুমার গানের মধ্যে “আর ডি বর্মণ” নামটি উচ্চারণ করেছিলেন ( “রাহুল দেববর্মণ” বা “পঞ্চম” নয়, একেবারে “আর ডি বর্মণ” বলা হয়েছিল)। সেই গানটি কি ছিল?
হিন্ট- গানটির সুরকার রাহুল দেববর্মণ ছিলেন না।
৪) রাহুল দেববর্মণের সুরে কিশোর কুমারের গাওয়া প্রথম গান কোনটি ছিল?
৫) রাহুল দেববর্মণের সুরে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের প্রথম ডুয়েট গান কোনটা ছিল?
প্রথম পর্বের উত্তর 👇
১) রাহুলদেবের সুর করা প্রথম ছবি ছিল “ছোটে নবাব” (১৯৬১)। এই ছবিতে রাহুলের assistant/ arranger কে ছিলেন? মনে রাখতে হবে- এর পরের ছবি “ভূত বাংলা” (১৯৬৫) থেকে শুরু করে একেবারে শেষ ছবি অবধি ওনাকে assist করে গেছেন বাসুদেব চক্রবর্তী, মনোহারী সিং এবং স্বপন চক্রবর্তী। শুধু প্রথম ছবিতে এনারা কেউ ছিলেন না।
Answer- LAXMIKANT PYARELAL
২) Fill in the blank with the appropriate film name (answer is exhaustive). Also, please justify your answer.
a) Joshila, b) Aa Gale Lag Ja, 3) __, 4) The Burning Train
Answer- DEEWAR (1975). কিংবদন্তী কবি/ গীতিকার সাহির লুধিয়ানভির সাথে এই চারটি ছবিতেই কাজ করেছিলেন রাহুল দেব বর্মণ।
৩) রাহুলদেব বর্মণের জন্যে সবচেয়ে বেশি গান লিখেছিলেন কোন গীতিকার?
Answer- ANAND BAKSHI। রাহুলের জন্যে ইনি লিখেছিলেন ৫৪৩ টি গান।
৪) রাহুলদেবের সুর করা প্রথম বাংলা গান কি?
Answer- লতা মঙ্গেশকরের একটি বাংলা আধুনিক গানের রেকর্ড, যাতে দুটি গান ছিল “আমার মালতীলতা কি আবেশে দোলে” এবং “আমি বলি তোমায়”
৫) কোন ছবিতে আমরা রাহুলদেব বর্মণের লেখা একটি গানের সন্ধান পাই?
Answer- DEEWAR (1975). “Falling in love with a stranger” গানটির গীতিকার ছিলেন রাহুল দেব বর্মণ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: