ভাসমান হোটেল ‖ Floating hotels
Автор: bd Karim
Загружено: 2025-06-25
Просмотров: 3432
ভাসমান হোটেল ‖ Floating hotels
সদরঘাট, ঢাকা শহরের অন্যতম ব্যস্ত ও ঐতিহাসিক নৌবন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ও যায়। এই ব্যস্ততার মাঝেই বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে একটি অনন্য জীবনধারার প্রতিফলন — ভাসমান হোটেল।
ভাসমান হোটেল মূলত পুরনো লঞ্চ বা জাহাজকে রূপান্তরিত করে তৈরি করা একধরনের অস্থায়ী আবাসন ব্যবস্থা। এগুলো সাধারণত দিনমজুর, হকার, পণ্যবাহী নৌকায় কাজ করা শ্রমিক, অথবা ঢাকায় অস্থায়ীভাবে আসা নিম্ন আয়ের মানুষদের রাত্রিযাপনের জন্য ব্যবহৃত হয়। রাত কাটানোর জন্য এখানে ৪০–১৫০ টাকার মধ্যে কেবিন বা শেয়ারড বেড ভাড়া পাওয়া যায়। সাধারণত কেবিনে ফ্যান, লাইট, তোশক, কাঁথা ও বালিশের ব্যবস্থা থাকে।
এই হোটেলগুলো মূলত পুরুষদের জন্য; নারীদের জন্য কোনো থাকার ব্যবস্থা নেই। দিনের কাজ শেষে মানুষগুলো এখানে ফেরে ঘুমাতে, আবার ভোরে বেরিয়ে পড়ে জীবিকার তাগিদে। এ যেন এক চলমান শহরের নিঃশব্দ আশ্রয়।
ভাসমান হোটেলগুলো একসময় সদরঘাটের ওয়াইজঘাট এলাকায় ছিল, তবে সময়ের সাথে সাথে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে মিটফোর্ড এলাকার দিকে। বর্তমানে মাত্র কয়েকটি হোটেল টিকে আছে। পানির দূষণ, উন্নয়ন প্রকল্প ও শহরের রূপান্তরের কারণে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে।
তবুও, এই হোটেলগুলো শুধু নদীর জলে ভাসা কাঠামো নয় — এগুলো বহু মানুষের ঘর, ক্লান্তির পর শান্তি খোঁজার জায়গা, আর শহরের প্রান্তে থাকা অদেখা জীবনধারার এক মূর্ত উদাহরণ
Do Subscribe (#bd Karim) #bdkarim
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: