চুলের যত্নে প্রতিদিন, ১০০% অর্গানিক সমাধান।
Автор: Tasa & Toha Hair Oil
Загружено: 2024-10-23
Просмотров: 3786
#haircare #organicbeauty #saffron
বিগত পাঁচ বছর ধরে বাংলাদেশে প্রথম হোমমেড হেয়ার অয়েল নিয়ে কাজ শুরু করেছিলাম শুধুমাত্র ব্যবসা আর টাকা ইনকামের কোন উদ্দেশ্য ই ছিল না রিলেটিভ আশেপাশের সবাই ব্যবহার করে যখন উপকৃত হয় অনুপ্রেরণা যোগায় ম্যাক্সিমাম মানুষের এখন চুলের সমস্যা তাই এটা নিয়ে কাজ করার জন্য যাতে মানুষ চুলের জন্য ভালো একটা প্রোডাক্ট পায় এবং একটা প্রোডাক্ট ই তাদের চুলের সম্পূর্ণ সমস্যার সমাধান পায় তাই সবার অনুপ্রেরণা নিয়ে মানুষকে উপকৃত করার জন্য কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ লাখ লাখ রিপিট কাস্টমার আমাদের লাখ লাখ রিভিউ আমাদের পেইজে।
সরাসরি আমাদের গুলশান এবং নারায়ণগঞ্জ আউটলেটে হাজার হাজার মানুষ আমাদের দোকানে বসে ভিডিও রিভিউ দিয়ে যায় সম্মানিত রিপিট কাস্টমারগন
এত লাখ লাখ রিভিউ এত লাখ লাখ মানুষের উপকার পাচ্ছে এটা কেউ একবারও মিথ্যা ভাববেন না।
কারণ তাসা এন্ড তোহা হেয়ার অয়েল এমন একটা পেইজ যে পেইজে কোনদিন কোন মিথ্যা রিভিউ পোস্ট করা হয় নাই।
এটা আল্লাহতালার অশেষ রহমত শুধুমাত্র তাসা এন্ড তোহা হেয়ার অয়েল ব্যবহার এ চুল পড়া বন্ধ নতুন চুল গজাতে সাহায্য করছে চিরতরে খুশকি দূর করছে চুলের কথা একদম ভুলে গিয়েছিল এমন হাজার হাজার মানুষ তাদের চুল ফিরে পেয়েছেন
আপনি কেন পাবেন না ইনশাআল্লাহ আপনিও আমাদের রিভিউ দিতে বাধ্য শুধুমাত্র বিশ্বাস করে ব্যবহার করেন
আমাদের প্রোডাক্ট আমাদের পেইজ অন্য হাজার পেজের থেকে ভিন্ন এই বিশ্বাসটা আপনার রাখতে হবে কারণ সবাই আমাকে দেখে কপি করেছে নকল করেছে চুলের সমস্যার দুর্বলতা নিয়ে ময়লা আবর্জনাযুক্ত প্রোডাক্ট দিয়ে মানুষকে ঠকাচ্ছে।
তাই প্রোডাক্ট নেওয়ার আগে একটু ভেবেচিন্তা যাচাই করে প্রয়োজনে সরাসরি আমাদের শোরুমে এসে রিপিট কাস্টমারদের সাথে দেখা করে কথা বলে প্রোডাক্ট অর্ডার করবেন।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: