কবিতা: শূণ্য মন ▻ কবি: আহসান উদ্দিন খান শিপন ▻ Foysal Aziz's Recitation
Автор: VoiceArt
Загружено: 2025-02-25
Просмотров: 214
ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: [email protected]
কবিতা : শূণ্য মন (Poem : Shanya Mon )
কবি : আহসান উদ্দিন খান শিপন (Poet : Ahsan Uddin Khan Shipon)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Recitation : Foysal Aziz)
কারে শূণ্য করো?
কার মন ভরো?
ধরো, যার হাতই ধরো।
বুকের বাম পাশে অনাদিকাল চলা চিন চিন ব্যথা সারাতে কি পারো?
টেবিলে, চায়ের কাপে, প্রজন্মের ঘ্রাণে প্রচ্ছায়া হয়ে ফিরে আসে বারবার,
একটা স্মৃতির পাহাড়।
কি করে, কারে শূণ্য করো আবার?
ধরিত্রী যা করে করুক, মঙ্গল রেখার ঝড় তুলুক।
মেঘে ঢেকে দিক চাঁদ, যত রাত পারুক।
সয়ে যাওয়া শূণ্যতায়, ভরা জোছনার রাত।
শূণ্য করে কারে?
কার মন ভরো?
ভীষণ কালো কষ্টের তাতে কিছু যায় আসে কি?
শিয়রে, সিথানে লাল গোলাপ রেখে সঁপেছি জীবনপ্রাণ।
অনুচ্চ বাক্যবাণে ভালোবাসার প্রচেষ্টা।
শূণ্য করে কারে?
কার মন ভরো?
বেঁচে থাকা শুধুই, অনুভবে, অস্তিত্ব খোঁজার প্রাণান্তকর চেষ্টা।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: