কাঁচা সবজির সেই স্বাদ || Bangla Comedy😝 Natok Kacha Sobjir Sai Shad!
Автор: Oh Bangla Fun
Загружено: 2023-11-19
Просмотров: 4790154
কাঁচা সবজির সেই স্বাদ! || Bangla Comedy😝 Natok Kacha Sobjir Sai Shad!
মৌসুমী ও রিতা দুজনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি সবজির ক্ষেত দেখতে পেয়ে, মৌসুমী বলল চল কাঁচা সবজি খায়! রিতা তো অবাক! কাঁচা সবজি খাওয়া যায়? মৌসুমী বলল দেখি না খেয়ে,কেমন স্বাদ! মৌসুমী সবজির জমিতে গিয়ে কাঁচা সিম, কাঁচা ঝিঙে, কাঁচা কলা, খেয়ে বলল, কাঁচা সবজির সেই স্বাদ! তারপর সে শসার জমির সামনে এসে বলল, চল শসা খায়। এবার রিতা খুব খুশি! সেও মৌসুমীর সঙ্গে কাঁচা শসা খেতে থাকলো! সেই সময় শসা জমির মালিক এসে হাজির। সে বলল তোমরা কেন আমার জমির শসা তুলে খাচ্ছ? মৌসুমী বলল কাঁচা শসা খেতে সেই স্বাদ, তাই খাচ্ছি! শসা জমির মালিক চালাকি করে মৌসুমিকে বলল ,পাশেই কাঁচা লঙ্কার জমি আছে! কাঁচা লঙ্কা খাও, সেই স্বাদ! তার কথা শুনে সেই জমিতে গিয়ে কাঁচা লঙ্কা তুলে খেতেই মৌসুমির খুব ঝাল লেগে গেল! সে বলল রিতা জল নিয়ে আয়, জল নিয়ে আয়, খুব ঝাল লেগেছে ! তখন জমির মালিক দুজনে সে কি হাসি। এদিকে মৌসুমী জল বলতে, তারা বলল ওই দেখো পাশেই পুকুর ভর্তি জল, যত খুশি পান কর! মৌসুমী ছুটল সেই পুকুরের দিকে...... ও বাংলা ফানের এবারের নিবেদন মজাদার হাসির নাটক বা ফানি ভিডিও বা কমেডি ভিডিও_কাঁচা সবজির সেই স্বাদ!
#bangla_comedy_natok
#funny_video
#village_comedy
#হাসির_নাটক
@OhBanglaFun
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: