Shiter Haowar Laglo Nachon- Jatishankar Chakraborty(Nephew Of Georgeda); শীতের হাওয়ার লাগল নাচন।
Автор: STunes
Загружено: 2026-01-03
Просмотров: 36
এ কথা অনেকেই জানেন, যে দেবব্রত বিশ্বাস ছিলেন ভাগ্নে অন্ত প্রাণ। তাঁর দুই ভাগ্নে, খোকন আর টাবুল। পোশাকি নাম কুমারশংকর এবং যতিশংকর চক্রবর্তী। তাঁর বড় ভাগ্নে কুমারশংকর চক্রবর্তী ১৯৭০ সালে হার্টের অসুখে অকালে প্রয়াত হন। তাঁর ছোট ভাগ্নে যতিশংকর চক্রবর্তী ছিলেন দেবব্রত বিশ্বাসের মতই সঙ্গীত-প্রেমী মানুষ। যতিশংকর চক্রবর্তীর জন্ম আজকের এই তারিখে, অর্থাৎ ২০শে ডিসেম্বর, ১৯৫১ সনে। তিনি B.Tech পাশ করেন Calcutta University থেকে এবং তার পরে IIT, Delhi থেকে M.Tech ডিগ্রি অর্জন করেন। Specialisation-এর বিষয় ছিল Synthetic Fibre ।
প্রবল শীতের দিনে এই গানই সহায় হয়ে উঠুক সকল বাঙালির। মামার দরাজ কণ্ঠের চেয়েও এই কন্ঠ কিন্তু কম কিছু নয়।
কৃতজ্ঞতা স্বীকার: জয়ন্তানুজ ঘোষ
গানের কপিরাইট নিয়ে কোন গোলযোগ বা সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন।
ধন্যবাদান্তে
STunes
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: