বাংলাদেশ কৃষি/বেগুন চাষের 🍆আধুনিক পদ্ধতি l বেগুন চাষ পদ্ধতি বেগুন গাছের যত্ন ও পরিচর্যা l begun chas
Автор: Bangladesh krishi
Загружено: 2022-11-24
Просмотров: 33968
ই ভিডিওতে দেখবেন,
এই পদ্ধতিতে বেগুন চাষ করলে আপনি লাভবান হবেনই হবেন। বেগুন চাষ পদ্ধতি। বেগুন চাষের সহজ পদ্ধতি।
🔥বেগুনের চাষ পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই বেগুন চাষ হয়ে থাকে। সঠিক নিয়মে বেগুনের চাষ না করায় অনেকেই আবার লোকসান করে থাকেন। বেগুন একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। আমাদের দেশে প্রায় সারা বছরই বেগুনের চাষ করা হয়ে থাকে। বেগুন চাষ করে অনেক কৃষকই স্বাবলম্বী হচ্ছেন। তাহলে আসুন জেনে নেই বেগুন চাষ করার পদ্ধতি সম্পর্কে-
🔥বেগুনের চাষ পদ্ধতিঃ
বেগুন চাষের উপযুক্ত মাটিঃ
আমাদের দেশে প্রায় সব মাটিতেই বেগুন জন্মে থাকে। তবে বেগুন চাষের ক্ষেত্রে এটেল দো-আঁশ, দো-আঁশ ও পলি মাটিতে বেগুনের ফলন ভাল হয়ে থাকে। তাছাড়াও শীতকালে বেগুনের ফলন বেশি হয়ে থাকে।
🔥বেগুনের চারা রোপণঃ
বেগুন চাষের শুরুতে বীজতলায় বেগুনের চারা তৈরি করে নিতে হবে। তারপর ৫ থেকে ৬ সপ্তাহ বয়সের বেগুনের চারাকে ৭৫ সে.মি দূরত্বে সারি করে ৬০ সে.মি দূরে দূরে রোপণ করতে হয়। তবে বেগুনের চারার আকার অনুযায়ী দূরত্ব কিছুটা কম-বেশি করা যায়।
🔥বেগুনের চারা রোপণের সময়ঃ
সাধারণত বেগুনের চারা মাঘ-ফাল্গুন মাসে গ্রীষ্মকালীন, বৈশাখ মাসে বর্ষাকালীন, ভাদ্র-আশ্বিন মাসে শীতকালীন ফসলের জন্য রোপণ করা হয়ে থাকে।
🔥বেগুন গাছের পরিচর্যাঃ
বেগুন চাষে পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পরিচর্যার উপর বেগুনের ফলন নির্ভর করে থাকে। মাঝে মধ্যে বেগুন গাছের গোড়ার মাটি আলগা করে দিতে সেচ দিয়ে দিতে হবে। আর বেলে মাটিতে বেগুন চাষের ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন পর সেচ দিতে হবে। অতিরিক্ত পানির কারণে যাতে বেগুন গাছের গোঁড়া পচে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ক্ষেত্রে বেগুন চাষের জমিতে পানি নিষ্কাসনের ব্যবস্থা করতে পারলে ভাল/// বাংলাদেশ কৃষি
page# / bangladeshkrishipage
#বাংলাদেশকৃষি
#bangladeshkrishi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: