ইসলামে শরীরের লোম পরিষ্কার করার বিধান |৪০ দিনের হুকুম | নামাজ কবুল হবে তো?
Автор: Fath Media
Загружено: 2026-01-20
Просмотров: 81
ইসলামে শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ ﷺ নাভীর নিচের লোম, বগলের লোম পরিষ্কার করা, নখ কাটা ও গোঁফ ছোট করার জন্য সর্বোচ্চ ৪০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।
এই ভিডিওতে জানতে পারবেন—
✔️ কোন কোন স্থানের লোম পরিষ্কার করা সুন্নত ও ওয়াজিব
✔️ ৪০ দিনের বেশি হলে নামাজ কবুল হয় কি না
✔️ দাড়ি ও ভ্রু কাটা ইসলামে কেন নিষিদ্ধ
✔️ চুল ও নখ টয়লেটে ফেললে গুনাহ হয় কি না
✔️ শরীরের অবাঞ্ছিত লোমের শরয়ি সীমানা
অনেকে মনে করেন ৪০ দিন পার হলে ইবাদত কবুল হয় না—এই ভুল ধারণার সঠিক ব্যাখ্যাও কুরআন-হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে।
ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে ঘোষণা করেছে। তাই আসুন, সুন্নত অনুযায়ী
শরীর পরিচ্ছন্ন রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।
#ইসলামে_পরিচ্ছন্নতা
#৪০_দিনের_হাদিস
#লোম_পরিষ্কার
#নামাজ_কবুল
#ইসলামিক_জ্ঞান
#সুন্নাহ
#হাদিস
#ইসলাম
#দৈনন্দিন_ইবাদত
#BanglaIslamicVideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: