বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণ করা স্যারের সঙ্গে গাবতলী ভ্রমণ | An Unforgettable Journey with Sir
Автор: নিসর্গ নিকেতন
Загружено: 2025-12-18
Просмотров: 11
বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণ করা স্যারের সঙ্গে গাবতলী ভ্রমণ | An Unforgettable Journey with Sir
বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণ করেছেন আমার প্রিয় স্যার। এবার তার সঙ্গে আমার নিজ উপজেলা বগুড়ার গাবতলী ঘুরে দেখার সৌভাগ্য হলো। স্যারের অভিজ্ঞতা, জ্ঞান আর ভ্রমণকথা শুনে দারুণ এক সময় কাটল। এই ভিডিওতে আমাদের গাবতলী ভ্রমণের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে।
ভালো মনের মানুষের সঙ্গ যেন জীবনের এক নিরব আশীর্বাদ। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক Mahbub Or Rashid স্যার ।
তিনিই বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বাংলাদেশের সকল উপজেলা অর্থ্যাৎ ৪৯৫ উপজেলা ভ্রমণ সম্পূর্ণ করেছেন। এই অসাধ্য সাধন করতে তাঁর প্রায় ৭ বছর সময় লেগেছে।
আজ আমি স্যারের সাথে সারাদিন আমার নিজ উপজেলা গাবতলী (বগুড়া জেলার অন্তর্গত) ভ্রমণ করি, যেটি আমার জীবনের স্মরণীয় দিনগুলোর মধ্যে একটি। সত্যি বলতে স্যার অনেক বিনয়ী একজন মানুষ।
আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা জীবনে অল্প কিছু অর্জন করেই নিজেকে জাহির করার চেষ্টা করে। কিন্তু স্যার সম্পূর্ণ বিপরীত ধারার মানুষ। স্যার একে একে ৫টি সরকারি চাকরি পাওয়ার রেকর্ড গড়েন এবং সেগুলো সব Top Grade এর। বর্তমানে তিনি ৪১ তম বিসিএস/BCS শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। স্যার চাইলেই ক্যাডার চেইঞ্জ করে এডমিন/পুলিশ ক্যাডারে যেতে পারতেন কিন্তু ৪১ তম বিসিএস/BCS ক্যাডার হওয়ার পর পরবর্তী বিসিএস/BCS গুলোতে ভাইবা দেওয়া সুযোগ থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেন নি। কারণ তিনি এতটাই ভ্রমণ পিপাসু মানুষ যে বিসিএস/BCS শিক্ষা ক্যাডারকেই প্রাধান্য দিয়েছেন (ভ্রমণের জন্য একটু সময় বেশি পাওয়া যায় শিক্ষা ক্যাডারে)।
স্যারের এত এত অর্জন থাকা সত্ত্বেও মনে বিন্দুমাত্র কোনো অহংকার নেই। একদম সাদা মনের মানুষ। তবে এত সকল অর্জনের ভীড়ে তিনি নিজেকে একজন ভ্রমণপিপাসু মানুষ হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
আজকে স্যারকে আমার নিজ উপজেলা গাবতলী ঘুরিয়ে দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাই আমার এবং স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় আমাদের সঠিক পথে পরিচালনা করেন(আমিন)।
রুহুল আমিন
অনার্স ৪র্থ বর্ষ, গণিত বিভাগ
সৈয়দ আহম্মেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া
১৩/১২/২০২৫ ইং
গাবতলী, উপজেলা ভ্রমণ, স্যার এর সাথে ভ্রমণ, বাংলাদেশ ভ্রমণ, Gabtoli Tour, Upazila Travel, Traveling in Bangladesh, শিক্ষক ভ্রমণ, inspiring journey, educational trip, student teacher journey, gabtoli vlog, বাংলাদেশ ঘুরে দেখা, Bangla vlog, motivational trip
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: