থ্রিডি ফ্লোর প্ল্যান আসলে কী? কেন এটা গুরুত্বপূর্ণ
Автор: VIZKIT CREATIVE LIMITED
Загружено: 2025-10-05
Просмотров: 38
আর্কিটেকচারাল থ্রিডি সার্ভিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে থ্রিডি ফ্লোর প্ল্যান। আজকাল অনেকেই বিল্ডিং ডিজাইনের সময় এটি ব্যবহার করছেন, কিন্তু আসলে থ্রিডি ফ্লোর প্ল্যান কী, সেটা নিয়ে অনেকের মধ্যেই কিছুটা বিভ্রান্তি থাকে।
🟠 টুডি লেআউট
আমরা সবাই কমবেশি টুডি ড্রইং সম্পর্কে জানি। আর্কিটেক্ট যে লেআউটটা দেয়, সেটার মাধ্যমেই আপনি রুমের ডাইমেনশন, দরজা–জানালার অবস্থান, ওয়ালের পুরুত্ব ইত্যাদি পরিষ্কারভাবে বুঝতে পারেন।
🟢 থ্রিডি ফ্লোর প্ল্যান
অনেকে ভুল করে মনে করেন, টুডি লেআউটের রঙিন ভার্সন বা ব্লুপ্রিন্টে কিছু কালার যোগ করলেই সেটাই ৩ডি ফ্লোর প্ল্যান। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়।
থ্রিডি ফ্লোর প্ল্যানে রুম, ফার্নিচার, মেঝের ফিনিশিং, দেয়াল, দরজা–জানালা, লাইটিং—সবকিছুকে এমনভাবে ৩ডি করে উপস্থাপন করা হয়, যাতে সহজেই বোঝা যায় বাস্তবে স্পেসটা দেখতে কেমন হবে। এটা অনেকটা আপনার ভবিষ্যতের ঘরটাকে পাখির চোখে দেখার মতো।
🧭 কেন এটা দরকার?
✴️ যারা টেকনিক্যাল ড্রইং বুঝতে পারেন না, তাদের জন্য ৩ডি ফ্লোর প্ল্যান স্পেস বুঝে নেওয়া অনেক সহজ।
✴️ কোন ফার্নিচার কোথায় বসবে, চলাচলের পথ কেমন হবে আগেই কল্পনা করা যায়।
✴️ আগেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, ফলে খরচ ও সময় দুটোই বাঁচে।
📍 VizKit Creative Limited
Level 1, House 2/A, Road 2/1, Block L, Banani, Dhaka 1213, Bangladesh
🌐 vizkit.co
📞 +880 1717 619 805
📱 WhatsApp: +880 1534 244 366
✉️ [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: