ওরে পাখি উড়িয়া যাও, প্রাণের বন্ধুর বাড়ি।সত্য কী লুকানো তার? পাখি, যাও তাড়াতাড়ি!আয়,
Автор: OPEN Mesti
Загружено: 2025-12-07
Просмотров: 33
ওরে পাখি উড়িয়া যাও, প্রাণের বন্ধুর বাড়ি।
সত্য কী লুকানো তার? পাখি, যাও তাড়াতাড়ি!
আয়, আমার বন্ধুর বাড়ি যা, গাও তারে,
কোন দোষেতে আমায় গেল ছাড়ি?
ফুল চুষিতে আসলে ভ্রমর ফুলেরও বাগানে,
তাই বলে কি ফুলের মধু খাবে রে শিয়ালে?
(স্থায়ী) ওরে পাখি উড়িয়া যাও...
ও জীবন, আমি তোমারে জিগাই আজ,
যেটুকু দিয়েছো মোরে, পরিধান নাইক মোর কাছে।
তবু কেন সাদা মনে কাদা লাইগা গেল?
সুন্দর পাখি উড়াল দিয়া আমারে কান্দাইলো!
(স্থায়ী) ওরে পাখি উড়িয়া যাও...
মুখে সুন্দর হাসি নিয়া, মনের ভিতর বিষ রাখিয়া,
হাসি দিয়া বললে কথা, ঠকবে তুমি নিজেই বন্ধু।
মনে রেখো আরিফ ভাইয়ের এই কথা—
ছলনাতে মনগড়া আমার বাধা (বন্ধন) ভাইঙ্গা দিয়া,
দিলো প্রেমের বান মারিয়া।
সেই কি ছিল তোমার ভালোবাসার শেষের
ওরে পাখি উড়িয়া যাও, প্রাণের বন্ধুর বাড়ি!
ওরে পাখি উড়িয়া যাও, প্রাণের বন্ধুর বাড়ি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: