কৃষিবিষের নিরাপদ ব্যবহার
Автор: Santanu Bera
Загружено: 2025-10-04
Просмотров: 48
২৫ জুন ২০২৫ , কৃষি বিষয়ক অনুষ্ঠান
' চাষবাস '। রেডিও কলকাতার ' চাষবাস 'বিভাগে শুনবেন , বিশেষ স্বচেতনতা মূলক অনুষ্ঠান " কৃষিবিষের নিরাপদ ব্যবহার "।
আজ শুনবেন , কৃষিবিষ ব্যবহারের ক্ষতিকারক দিক গুলি নিয়ে,
এই বিষ ব্যবহারের কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে?
আমাদের উৎপাদিত ফসলের ফসলের কৃষি বিষের অবশেষ বেশি থাকে কেন ?
স্প্রে করার সময় কোন কোন বিষয় গুলির উপর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে?
এমনই সব " কৃষিবিষের নিরাপদ ব্যবহারের "খুঁটিনাটি স্বচেতনতা মূলক বিষয়ের উপর আলোচনা করতে
বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন, ড. স্বরূপ কুমার চৌধুরী , ডেসি স্টেট কনসালটেন্ট , স্টেট এগ্রিকালচারা ল ম্যানেজমেন্ট এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট , পশ্চিমবঙ্গ।
রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর।
শুনবেন- পূর্ণচন্দ্র সামন্তর ও পূর্বাশা সামন্তের কন্ঠে এ বিষয়ের উপর লেখা গান,
অনুষ্ঠানটির সাক্ষাৎকার নিয়েছেন ,পবিত্র কুমার মন্ডল।
সম্পাদনায় : সুদক্ষিনা ঘোষাল ,
সঞ্চালনা ও অলংকরণে : বেবী সরদার,
সম্প্রচার সহায়তা : রাজু সরদার,
প্রযোজনায়: রাজ্যেশ্বর সাহা
আপনাদের কাছে আমাদের 'চাষবাস' অনুষ্ঠানটি কেমন লাগছে
সে বিষয়ে মতামত জানাবেন।
আমাদের ই মেইল
[email protected].
শুনতে থাকুন রেডিও কলকাতা, লগ অন করুন radiokolkata.org
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: