চর নিজাম দ্বীপ ভ্রমণের সবকিছু। char nizam dwip
Автор: Islamic Culture 24
Загружено: 2024-03-25
Просмотров: 1124
ভ্রমণের জন্য দ্বীপের মতো চমৎকার জায়গা খুব কমই আছে। মূলভূমি থেকে দূরে চারদিক কেবলই পানিতে ঘেরা চর নিজাম দ্বীপ। প্রাণ, প্রকৃতি ও জীবনযাত্রার স্বকীয়তায় অনন্য। প্রাকৃতিক সৌন্দর্য আর শ্বাসরুদ্ধকর মনোরম দৃশ্যে ভরপুর। চর নিজাম দ্বীপ যেন নিজ মোহজালে আমাদের কাছে টানে। চর নিজামের মানুষ গুলো এমন যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে, সকল প্রাণে।তাইতো তাদের সেই ভালোবাসা, যত্ন আর মায়া পেতে ছুটে আসে বনের অবলা প্রাণী। তাদের আতিথিয়তা ও ভালোবাসায় আমিও হয়েছি সিক্ত। সেখানে ভ্রমণপিপাসুরা একবার হলেও ঘুরে আসতে পারেন।
চর নিজাম দ্বীপের বেশির ভাগ মানুষই জেলে । নদীর মাছ স্বিকার করেই তাদের জিবিকা নির্বাহ করে বেশির ভাগ মানুষ। তাছাড়াও চর নিজামে মাছ ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে একটি মৎস্য ঘাট। চর নিজামে অসংখ্য গরু, মহিষ ভেড়া পালন করা হয়। বিশাল গোচারন ভুমিতে গরু মহিষের পাল দেখা যায়। চর নিজাম এর বেশির ভাগ জায়গাই বন জঙ্গলে ঘেরা । নদীর আকা বাকা দৃষ্য । বেশির ভাগ যায়গা বন থাকার কারনে অনেকে এটাকে ম্যানগ্রোভ ফরেষ্ট নামেও আখ্যায়িত করেন।
চর নিজাম বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার অন্তর্গত একটি দ্বীপ। চর নিজামে প্রায় ৩০০টি পরিবার বাস করে। ঢাল চর ইউনিয়নের ৩ টি ওয়ার্ড এই চর নিজামে। এই চর নিজাম ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হয়েছিল এবং খুব তাড়াতাড়িই মানুষজন এখানে বসতি স্থাপন শুরু করে।
রাজশাহী থেকে চর নিজাম :
প্রথমে রাজশাহী বাস অথবা ট্রেন যোগে ঢাকা পৌছাবেন এর পর ঢাকা সদর ঘাট থেকে হাতিয়ার লঞ্চে উঠবেন সকালে হাতিয়া পৌছাবেন। হাতিয়া থেকে ট্রলার বা স্প্রিড বোর্ডে চর নিজাম চলে আসতে পারবেন।
খাজুরিয়া বাজার থেকেও স্পিড বোটে যেতে পারবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: