Ojuhat || KaaktaalRaw v06 Ch06
Автор: Kaaktaal
Загружено: 2025-01-27
Просмотров: 23414
অজুহাত
চলতে ফিরতে প্যারা খাই
তবু নেই যে কোন অনুতাপ
আমার নাম অজুহাত।
তারা ভরা আকাশের রাত
দেখতে পূর্ণিমার চাঁদ
আমার নাম অজুহাত।
এটা ভালো লাগে না- ওটা ভালো লাগে না
যেটা ভালো লাগে সেটা বেশিক্ষণ থাকে না
এটা করে লাভ নাই- ওটা করে ভাব নাই
কি করে কি হতে পারে সেটা ভেবে কাজ নাই
আমি ঠিক বাকি সব বাদ
আমার নাম অজুহাত।
হয়ত হয়েছে দেরী- জিতে গেছে আলসেমি
এখন করবি কি বল?
আমি শক্তিশালী দুর্বল
বলেছি যা- করিনি- করেছি যা বলিনি
আমার ছিলনা কোন হাত
কারণ আমার নাম অজুহাত।।
চলতে ফিরতে প্যারা খাই
তবু নেই যে কোন অনুতাপ
আমার নাম অজুহাত।
তারা ভরা আকাশের রাত
দেখতে পূর্ণিমার চাঁদ
আমার নাম অজুহাত।
আমার মতন করে সব কিছু পারি আমি
অন্য রকমে ভুল- আমার কি দোষ নাকি?
বাকা উঠানের বাকা নাচ
আমার নাম অজুহাত।
খিদে না পেলে আমি কিছু মুখে দেই না
যত খাবো ভাবি তার অর্ধেকও খাইনা
খাবি তুই বাকি সব ভাত
কারন আমার নাম অজুহাত।
ধুলাবালি ভীড় আমি সইতে যে পারিনা
তোমার ব্যাগের ভার বইতে যে চাইনা
মাথা ঘুরে ব্যথা পেটে টান খাওয়া হাত
আমার নাম অজুহাত।
শুয়ে বসে ফীড ঘেটে যাই
শীতে কাবু ঘুম পেলে কাত
আমার নাম অজুহাত।
একটু আরামে গলে যাই
ভুলে যাই যত সব কাজ
আমার নাম অজুহাত।
আমার কথায় যুক্তি আছে
খোঁড়া হোক তবু চলছে চলবে
তোমার চিন্তার লুপহোল থেকে
করবো আমি প্রতিবাদ।
মগজ মনে যুদ্ধ চলে
মুখ যে অন্য কথা বলে
যা বলছি তা মেনে সকল বিবাদ থেমে যাক
কারন আমার নাম অজুহাত।
যা বলতে চাই বলিনা
আমি যা করতে চাই করিনা
আমি আকাশ পাতাল বেশি ভেবেই
কাটাই দিন আর রাত
কারন আমার নাম অজুহাত!
Lyric Tune Vocal arrangement: Aia Lemonsky
#kaaktaal #kaaktaalRaw
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: