গাবতলী আন্ডারপাসের বর্তমান অবস্থা | Inside View of Gabtoli Underpass Dhaka Bangladesh
Автор: S.J TV BD
Загружено: 2025-12-20
Просмотров: 70
গাবতলী আন্ডারপাসের বর্তমান অবস্থা | Inside View of Gabtoli Underpass Dhaka Bangladesh
এই ভিডিওতে গাবতলী আন্ডারপাশের বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করেছি। একসময় রাজধানীর গাবতলী আন্ডারপাস ছিল হাজারও মানুষের নিরাপদ চলাচলের অন্যতম ভরসাস্থল। ব্যস্ত সড়ক পার হওয়ার ঝুঁকি এড়াতে পথচারীরা এই আন্ডারপাসটি ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে আন্ডারপাসটি অব্যবস্থাপনা, নোংরা, দুর্গন্ধ ও অনিরাপদ হওয়ার কারণে মানুষের কাছে ভয়ের জায়গায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের অমনোযোগ ও অবহেলার কারণে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্ডারপাসের প্রবেশপথগুলো দখল করে রেখেছে হকার ও অস্থায়ী দোকানপাট। নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আন্ডারপাসটিকে রেগুলার মেইনটেন্যান্সের না করলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়বে।
#গাবতলী_আন্ডারপাস #GabtoliUnderpass #DhakaCity
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: