লাভ আছে জন্য দেশি কবুতর পালন করছি আজ ১০ বছর যাবৎ জানালেন খামারি | দেশি কবুতরের খামার। BD Pigeon Farm
Автор: Worlds of Light
Загружено: 2026-01-23
Просмотров: 1018
দেশি কবুতরের খামারি মোঃ শমসের আলী তিনি পেশায় কৃষি কাজ করছেন পাশা পাশি গড়েছেন এই দেশি কবুতরের খামারটি ১০ বছর আগে। বর্তমানে এই খামারে রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ পিচ কবুতর এর মধ্যে দেশি এবং অল্প কিছু গিরিবাজ জাতের। প্রতি মাসে এই কবুতরের খামার থেকে বাচ্ছা পাচ্ছেন ১৫ থেকে ২০ জোড়ার মতো। প্রথমে শুরু করেন মাত্র অল্প বয়সের ঠুকিয়ে ঠুকিয়ে খায় এ রকম দেশি কবুতরের বাচ্ছা কবুতর দিয়ে। তিনি আরো জানালেন লাভ আছে জন্য দেশি কবুতর পালন করছি আজ ১০ বছর যাবৎ এভাবেই। খামারির কথা কবুতর পালনের ক্ষেত্রে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখাটাই খুবই গুরুত্বপূর্ন তাহলে বাচ্ছা ভালো এবং বড় বড় হয়ে থাকে। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগতে পারে।
দেশি কবুতরের খামারির ঠিকানা-
নামঃ- মোঃ শমসের আলী
গ্রামঃ- কুমারগাড়া
থানাঃ- চাটমোহর
জেলাঃ- পাবনা
মোবাইল নাম্বার- 01747106695
এই ভিড়িওটি দেখবার জন্য আপনাকে "Worlds of Light" YouTube Channel এর পক্ষো থেকে অনেক ধন্যবাদ । আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।
ইউটিউব চ্যানেল নাম্বার -- 01912963159 (মোঃ সুমন হোসেন) (এডমিন)
Pages Facebook :: / shumonbd1987
#WorldsofLight
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: