পোষ মানিবো না রে পাখি যাইবো আপন বাড়ি | Posh Manibo Nare Pakhi | Mizan Shah
Автор: Mizan Shah
Загружено: 2025-11-04
Просмотров: 233
পোষ মানিবো না রে পাখি যাইবো আপন বাড়ি | Posh Manibo Nare Pakhi | Mizan Shah
পোষ মানিবো না রে পাখি যাইবো আপন বাড়ি।
যে পাখিটা নড়েচড়ে, রক্ত মাংসের দেহ ঘরে,
তুমি পালছো যারে যতন করে- যাইবো একদিন ছাড়ি,
ও মন যাইবো একদিন ছাড়ি,
তারে) যায় না দেখা যায় না ছোঁয়া সাচ্চা রূপের পাখি
,রক্ত মাংসের দেহ ঘরে জনম গেলো থাকি,
একদিন) বন্ধ করে ডাকাডাকি, যাইবো অচিন পুরি,।।
ও রে,) কেমন দক্ষ কারিগরে কলকাঠি নাড়িছে,
কায়া বিহীন অচিন পাখি, দেহেই বাস করিছে,
কোথায় সে বাসা বাঁধিছে অজানা কোটরি।।
আত্মা নামের মন পাখিটার, সবার দেহেই বাস,
লালন পালন করছে সবাই, রাখিয়া বিশ্বাস,
একদিন) বন্ধ করে দিয়া নিঃশ্বাস, যাইবো উড়াল মারি,।।
এই যে) গান লিখে দিলো সুলতানে সে ও আত্মার জোরে,
উড়ে যাবে জানি পাখি, খাঁচা থাকবো পড়ে,
দেহ ঘরের এমন পাখির, ভাব যে স্বেচ্ছাচারী,।
lyrics and tune advocate Sultana Ahmed
Singar Mizam Shah
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: