EBPS-S2E1-Women, Society and some Questions,Guests Smt Sumana Bagchi & Dr.Mahua Dasgupta
Автор: Ebong Bondhura
Загружено: 2025-02-23
Просмотров: 742
অভয়ার মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কিছু মাস। বিচার নিয়ে কোন বক্তব্য আমরা রাখছি না।কিন্তু সমাজ সেই ভয়প্রদ ঘটনার পর কতটা পাল্টেছে? আর সে ক্ষেত্রে importance of sex education ঠিক কতটা? আর এই নিয়েই কথা বলতে আজ এসেছেন ডাঃ মহুয়া দাশগুপ্ত এবং শ্রীমতি সুমনা বাগচী।এবং আমি শ্যামসুন্দর আপনাদের স্বাগত জানাই প্রায় দেড় বছর পর এবং বন্ধুরায়।
অনেক সমস্যার পর শুরু করলাম চ্যানেল আবার।
সঙ্গে রয়েছেন আমার বন্ধুদ্বয় রাহুল শী এবং সৌম্যশ্রী চন্দ্র।
মূলতঃ রাহুলের কারণেই আবার শুরু এবং বন্ধুরা ।আপনাদের ভালো থাকলে শত সমস্যা থাকলেও আমরা এগিয়ে যেতে পারব আশা করি।
শ্রীমতি সুমনা বাগচী লেখক পেশায় সাইকোলজিস্ট,নেশায় একজন গল্প কথক।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ এ মাস্টার ডিগ্রি ও পরবর্তী কালে সাইকোলজি তে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন।সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সেলিং এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন।কলকাতা বিশ্ববিদ্যালয়ে উইমেন স্টাডিস রিসার্চ সেন্টারের রিসার্চ এসিস্ট্যান্ট ছিলেন।হ্যান্ড রাইটিং এনালাইসিস,ড্যান্স থেরাপি তাঁর কাজের এক বিশেষ জায়গা।যার মাধ্যমে সমাজের বহু মানুষের মনের হদিশ ও তাদের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে।দীর্ঘ উনিশ বছর মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন।সাথে এইচ আই ভি এডস সচেতনতা নিয়ে নিষিদ্ধ পল্লী তে কাজ করেছেন।ব্যাক্তিগত রিসার্চ এর কাজ করছেন,সাথে দেশ বিদেশে দেশীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছে।
টিনেজ কাউন্সেলিং, জেরিয়াট্রিক কেয়ার,মেন্টাল হেলথ বিষয়ে রিসার্চ এর কাজ করেছেন।বর্তমানে একক ভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে স্কুল কলেজে আওয়ারনেস এর কাজ করছেন।
Mind Matters নামক একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক পেজ আছে এবং সময় আপডেটস এ মানসিক স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান করেন।
2023 এ আন্তর্জাতিক বই মেলা তে একক পুস্তক.. মন বলতে যায় প্রকাশিত হয়েছে।যেখানে বিভিন্ন কেস স্টাডিস নিয়ে আলোচনা করা হয়েছে,যার মাধ্যমে সমাজের উন্নয়ন করার চেষ্টা করা হয়েছে
উদ্দেশ্য একটি সুস্থ সমাজ গড়ে তোলা।যেখানে মানুষের মনের যত্ন করতে শিখবে।
ড মহুয়া দাশগুপ্ত পেশায় শিক্ষক, নেশায় গল্পকথক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগ থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত। সাইকোলজিক্যাল কাউন্সেলিং - এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করে বর্তমানে কাউন্সেলিং - এর সঙ্গে যুক্ত। গ্রাফোলজির কোর্স করছেন। সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন। কিচিরমিচির নামে ছোটদের নিয়ে তাঁর একটি দল আছে। ছোটদের বাংলাভাষা চর্চা ও তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি নিয়ে কাজ করছেন।
তাঁর লেখা একক বইগুলি হল— লেডিজ স্পেশাল, রবীন্দ্রনাথের দেবলোক , জোড়াসাঁকোর জার্নাল , পথে পুরুষ বিবর্জিত , পরীক্ষায় আসবে না, আমি নারী আমি মহীয়সী , ভুবনডাঙার বাউল,— তাঁর লেখা একক বই।
এইবছর বইমেলায় প্রকাশিতব্য- গপাগপ , হিন্দু সাহেবের সমাধি।
যৌথ কাজ
গল্পদিদা সুদেষ্ণা মৈত্রের সঙ্গে নিয়মিত গল্প বলার কর্মশালা আয়োজন করেন কলকাতায়।
কিচিরমিচির দল পরিচালনা
সাইকোলজিস্ট সুমনা বাগচির সঙ্গে স্কুল কলেজ অফিসে গিয়ে সাইকোলজিক্যাল থেরাপির প্রয়োগ। উদ্দেশ্য - মানুষের মনের পরিবর্তন।
Videography/ Editing /Direction
Ashif Iqbal
Concept/Anchoring/Research
Shyamsundar Ghosh
Broadcast
Shyamsundar Ghosh
Rahul Shee
Soumyashree Chandra
We are contactable through
various social sites
Links are
Facebook-ebong bondhura page
Instagram - / . .
Twitter/X -
/ eb. .
Threads-
https://www.threads.ne...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: