Cold Mess – Prateek Kuhad | Bangla Cover | Music Video
Автор: MTA Tamal
Загружено: 2025-10-15
Просмотров: 194
A heartfelt Bangla rendition of Prateek Kuhad’s “Cold Mess”, capturing the intimacy and emotion of the original.
This version translates the love, longing, and quiet moments into Bangla, keeping the melody gentle and soothing.
🎼Lyrics (Bangla):
যখন ঠাণ্ডা লাগে,
আমি তোমাকে কাছে রাখবো।
যদি পারতাম তোমাকে আঁকড়ে ধরে,
শাথে নিয়ে যেতাম।
রাতে যখন-
তোমার পা লাগে আমার পায়ে,
আমি গাই তোমার জন্য ঘুমের গান
যদি তুমি থাকতে আমার কাছে।
চাইতাম, তোমায় দিতে ভালোবাসা,
কিন্তু হৃদয় ছিলো আমার ভাঙা
দিন শুরু হয় তোমার নাম দিয়ে
রাত শেষ হয় তোমার নিশ্বাসে।
চাইতাম, তোমায় দিতে ভালোবাসা,
কিন্তু হৃদয় ছিলো আমার ভাঙা
দিন শুরু হয় তোমার নাম দিয়ে
রাত শেষ হয় তোমার নিশ্বাসে।
—তোমার—- নিশ্বাস
দুলে ওঠো যেমন,
ভালবাসার রাতের আলোয়।
সব আলো আমাকে অন্ধ করে।
আর আমার গানে ,
তোমার নিঃশ্বাসে,
আর আমি বুঝি
যখন তুমি কাঁদো।
চাইতাম, তোমায় দিতে ভালোবাসা,
কিন্তু হৃদয় ছিলো আমার ভাঙা
দিন শুরু হয় তোমার নাম দিয়ে
রাত শেষ হয় তোমার নিশ্বাসে।
—তোমার—- নিশ্বাস—
যখন ঠান্ডা লাগে
আমি তোমাকে কাছে রাখবো।
যদি পারতাম তোমাকে আঁকড়ে ধরে,
শাথে নিয়ে যেতাম।
যদি পারতাম তোমাকে আঁকড়ে ধরে,
বাড়ী নিয়ে যেতাম।
চাইতাম, তোমায় দিতে ভালোবাসা,
কিন্তু হৃদয় ছিলো আমার ভাঙা
দিন শুরু হয় তোমার নাম দিয়ে
রাত শেষ হয় তোমার নিশ্বাসে।
চাইতাম, তোমায় দিতে ভালোবাসা,
কিন্তু হৃদয় ছিলো আমার ভাঙা
দিন শুরু হয় তোমার নাম দিয়ে
রাত শেষ হয় তোমার নিশ্বাসে।
✨ If you enjoy this cover, please like, comment, and subscribe for more soulful music and heartfelt covers!
#PrateekKuhad #ColdMess #BanglaCover #LullabyVersion #EmotionalSong #BanglaMusic
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: