হালওয়া রুটি এবং শবে বরাত পালন করা যাবে কি না ? BY MUFTI AMJAD HOSSAIN SIMNANI
Автор: HOLY WAY
Загружено: 2018-11-23
Просмотров: 1486
Please subscribe my channel (HOLY WAY)
LIKE,SHARE & COMMENTS
শবে বরাত (আরবি: ليلة البراءة, প্রতিবর্ণী. লাইলাতুল বরাত) বা মধ্য-শা'বান (আরবি: نصف شعبان, প্রতিবর্ণী. Niṣf Sha‘bān) হচ্ছে আরবী শা'বান মাসের ১৫ তারিখে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়। এই রাতকে আরবিতে 'লাইলাতুল বারাআত' বলা হয়। 'বারাআত' নামক আরবি শব্দটির অর্থ নিষ্কৃতি। মুসলমানদের বিশ্বাস মতে, এ রাতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে জাহন্নাম থেকে নিষ্কৃতি লাভ করেন। তাই, এ রজনীকে আরবিতে 'লাইলাতুল বারাআত' বা 'নিষ্কৃতির রজনী' বলা হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: