কথাসাহিত্যিক ইসহাক হাফিজ-এর ‘অর্ধেক মানুষ’ গল্পগ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠান।
Автор: Manirul Islam Shrabon
Загружено: 2023-12-03
Просмотров: 13
অস্ট্রেলিয়া প্রবাসী কথাসাহিত্যিক ইসহাক হাফিজ-এর নতুন বই ‘অর্ধেক মানুষ’ গল্পগ্রন্থের এক পাঠ আলোচনা অনুষ্ঠান গত ৪ নভেম্বর-২০২৩, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম, বঙ্গীয় সাহিত্য পরিষদ, জেলা শাখার সভাপতি (বিশিষ্ট কবি ও নাট্যকার) আবদুল মান্নান সরকার, সাহিত্য একাডেমির সভাপতি (বিশিষ্ট কবি ও গবেষক) জয়দুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা-সভাপতি, কথাসাহিত্যিক আমির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের সহ-সভাপতি (রম্য লেখক, নাট্যকার ঔপন্যাসিক) পরিমল ভৌমিক।
অনুষ্ঠানে গ্রন্থ আলোচনা করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (লেখক, প্রাবন্ধিক) সাইফুল ইসলাম লিমন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক (কবি, গীতিকার ও ঔপন্যাসিক) মোসলেম উদ্দিন সাগর, তিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা (কবি ও গীতিকার) মোঃ আব্দুর রহিম, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, বঙ্গ কথার সম্পাদক, কবি এম.এ হানিফ, সাহিত্য সাময়িকী ‘পিলসুজ’ সম্পাদক (কবি ও গল্পকার) শাদমান শাহিদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কমরেড মতিলাল বণিক, সরাইল ‘সাহিত্য ভুবন’ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি আবুল কাশেম তালুকদার, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সহ-সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট কবি ও গীতিকার দেওয়ান মারুফ। অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা, সংগীত শিল্পী আনিসুল হক রিপন, উদীচী নাসিরনগর সংসদের উপদেষ্টা কবি তবারক আলী, স্বরচিত কবিতা পাঠ করেন কবি লক্ষ্মী রানী বণিক। লেখকের পরিবারের সদস্যবর্গের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর হেড মৌলানা মোঃ মিজানুর রহমান, গীতা পাঠ করেন হরিষ চন্দ্র স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক তাপসী রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের যুগ্ম সাধারণ সম্পাদক, কিচিরমিচির সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ, নেলী আক্তার, প্ল্যাটফর্ম সম্পাদক কবি হেলাল উদ্দিন হৃদয়, হরিষ চন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি শিব চরণ বিশ্বাস, কবি মাশরেকী শিপার, সাহিত্য একাডেমির সদস্য সরকার রিপন দেবনাথ, কবি খোকন সেন, কবি ইউনুস সরকার, কবি আল আমিন তুষার, শাহিন আল মামুন, মুক্তধারা সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম চৌধুরী, লেখকের পরিবারের মধ্যে মোঃ ইসমাইল চৌধুরী, মোঃ আবু হানিফ। অনুষ্ঠানে ভিডিও নির্মাণে কারিগরি সহায়তায় সহযোগিতায় ছিলেন পথিক মিডিয়া সেন্টারের সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বক্তাগণ অর্ধেক মানুষ গল্পগ্রন্থের বিভিন্ন গল্পের ওপর তাত্ত্বিক বিশ্লেষণ ও আলোচনা-সমালোচনা করেন। বক্তাগণ বলেন, লেখক ইসহাক হাফিজ দেশে এবং প্রবাসে থাকা অবস্থায় তার দেখা এবং উপলব্ধি করা নানা ঘটনা ও মানুষের চরিত্র তার বিভিন্ন গল্পের মধ্যে সাবলীলভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি তার লেখায় সমাজ রাষ্ট্র ও মানুষের নানা অসঙ্গতির কথা তুলে আনতে চেষ্টা করেছেন। এই গল্পগুলোর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন কোন মানুষ তার মানবীয় সত্তায় গুণান্বিত না হলে তিনি পুরোপুরি মানুষ হন না, তিনি হন অর্ধেক মানুষ। সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ সকল অর্ধেক মানুষের নানা সরূপ ও বৈশিষ্ট্যই এই গল্প গ্রন্থে মূর্তমান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জ্ঞানবিজ্ঞান, শিল্প-সাহিত্য প্রতিভা সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভা। পরিচর্যার মাধ্যমে এর বিকাশ সাধন হয় এবং এসবের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ হয়ে ওঠেন। আর একজন পরিপূর্ণ মানুষই মানুষ সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেন। বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিটি মানুষের মাঝেই দুইটি সত্তা বিদ্যমান, একটি হলো প্রাণিসত্তা, অপরটি হলো মানবিক সত্তা। প্রাণী হয়তো মানুষের জন্মের পর থেকে একা একাই মানুষের মাঝে বিস্তার লাভ করে কিন্তু মানুষের মাঝে মানবসত্তা গড়ে উঠতে হলে তাকে জ্ঞানবিজ্ঞান ও শিল্প সাহিত্যচর্চা করতে হয়। তাই প্রধান অতিথি মনে করেন যারা জ্ঞান চর্চা করেন, বিজ্ঞান চর্চা করেন বা শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা করেন তারা অর্ধেক মানুষ নন, তারা পূর্ণাঙ্গ মানুষ, প্রকৃত মানুষ।
অনুষ্ঠানে লেখক সুদূর অস্ট্রেলিয়া থেকে অডিও বার্তায় এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবার সঙ্গে দেখা করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার চাঁদপুরের কৃতি সন্তান, কথাসাহিত্যিক ইসহাক হাফিজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে বিজনেস ল-এ মাস্টার্স সম্পন্ন করেন। এ পর্যন্ত তার দশটি বই প্রকাশিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি:
মনিরুল ইসলাম শ্রাবণ
Mi Shrabon
০৫ নভেম্বর ২০২৩
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: