৯ জানুয়ারি ২০২৬, শুক্রবাররায়েরবাজার দারুল ক্বরার জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণে@MamunulHaque
Автор: Din Islamer Alo Media
Загружено: 2026-01-09
Просмотров: 237
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক
আসর পরবর্তী বিশেষ মুহূর্ত: রায়েরবাজার দারুল ক্বরার জামে মসজিদ
৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড (মোহাম্মদপুর, ঢাকা-১৩ আসন) এর অন্তর্গত রায়েরবাজার দারুল ক্বরার জামে মসজিদে আসরের নামাজের পর উপস্থিত হন আল্লামা মামুনুল হক।
সংক্ষিপ্ত সারসংক্ষেপ:
আসরের নামাজের পর তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নিজের অবস্থান ও লক্ষ্য তুলে ধরেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে ব্যক্ত করেন যে, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর উত্তরসূরি হিসেবে ইলম ও আমলের মাধ্যমে দেশ ও জাতির সেবা করাই তাঁর জীবনের মূল যোগ্যতা ও লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, ঢাকা-১৩ আসনের এই অঞ্চলসহ সারা দেশের মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক সমাজ গঠনে একজন হক্কানী আলেম হিসেবে তিনি সর্বদা আপসহীন থাকবেন। তাঁর এই উপস্থিতি ও বক্তব্য স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিশেষ উদ্দীপনার সৃষ্টি করে।
আমাদের ফেসবুক পেজটি ফলো করুন https👇👇👇://www.facebook.com/share/1AWo7MYzjp/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: