তিন পুরুষ ধরে ডুগি-তবলা মেরামত করে চলে সংসার ll Dugi Tabla ll magura ll joynilbangladesh
Автор: Joynil Bangladesh
Загружено: 2026-01-08
Просмотров: 44
মাগুরা শহরের নতুন বাজার, কেবশমোড়, জামরুল তলাসহ হাতেগোনা মাত্র কয়েকটি দেশীয় বাদ্যযন্ত্রের মেরামতের দোকান আছে।
মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের বিমল দাস (৫৮) তিনি বাবা বনোমালির পেশা আঁকড়ে ধরেছেন। শহরের জামরুল তলা শহীদ রাশেদ মার্কেট এলাকায় তার ছোট একটি দোকান। যেখানে ঢাক, ঢোল, খোল ও ডুগি তবলা তৈরি এবং মেরামত করা হয়। তিনি বলেন, বাবার হাত ধরেই তার এই পেশায় আসা। বাবার কাছ থেকেই তিনি এ কাজ শিখেছেন।
বাবার পথেই হাঁটছেন বিমল দাসের ছেলে নন্দ দাস (২৫)। নন্দ বলেন, এটা আমাদের পৈত্রিক পেশা। প্রায় ষাট বছরের বেশি সময় ধরে এই পেশার সাথে আমরা জড়িত। দাদু বনোমালিও এই কাজ করতেন। দাদুর কাছ থেকেই মূলত বাবা (বিমল দাস) এই কাজ শিখেছেন। আর আমি শিখেছি বাবার কাছ থেকে।
#magura
#Dugi_Tabla
#video
#news
#2026
#joynilbangladesh
#তিন_পুরুষ_ধরে
#ডুগি_তবলা_মেরামত_করে_চলে_সংসার
#Dugi_Tabla
#ডুগি_তবলা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: