নেশেস্তার হালুয়া || ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন রূপে নেশেস্তার হালুয়া || Neshesta Halua Recipe
Автор: My Cooking House
Загружено: 2020-04-02
Просмотров: 909886
★সাধারণত এই হালুয়া সুজি দিয়ে বানানো হয়। তবে আজকে নেশেস্তার এই হালুয়া তৈরি করবো ময়দা দিয়ে।
★ ময়দা দিয়ে তৈরী এই হালুয়া খেতে অসাধারণ।
★ মিষ্টির দোকান গুলোতে এই হালুয়া বেশ চড়া দরে কিনতে পাওয়া যায়।
★ তবে কতো সহজেই এবং কতো অল্প খরচেই এই হালুয়া ঘরে তৈরী করা যায়।
★ সব কিছুর পরিমাপ ঠিক রেখে রেসিপিটি ফলো করলে খুব ভালো মানের নেশেস্তার হালুয়া আপনি ঘরেই তৈরী করে নিতে পারবেন।
আশা করছি ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন।
উপকরণ:
ময়দা - ১ ১/২ কাপ
পানি- ১০০ মি লি + ৫ কাপ( নরমাল পানি)
সাদা এলাচ - ৫ টা
ঘি - ১/২ কাপ
চিনি - ৩ কাপ।
পরিমাপ ঠিক রেখে রেসিপিটা ফলো করলে খুব ভালো রেজাল্ট আসবে।
নেশেস্তার হালুয়া || ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন রূপে নেশেস্তার হালুয়া || Neshesta Halua Recipe
#halwarecipe #halua #neshestahalua #mycookinghouse
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: