গাইবান্ধার বালাসী ঘাট অনেক সুন্দর বাহে
Автор: Musfiq Munna
Загружено: 2024-07-04
Просмотров: 12779
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট। নামটা কি সুন্দর তাইনা? “বালাসী ঘাট” নামটা যেমন সুন্দর বালাসী ঘাটটা তার চেয়ে বেশি সুন্দর। একসময় এই ঘাট দিয়ে নদী পার হযে জামালপুর যেত আস্ত একটি ট্রেন। ট্রেন ফেরিতে করে নদী পার হচ্ছে। দৃশ্যটা নিশ্চই অসাধারণ ছিল। দৃশ্যটা অসাধারণ হলেও সেসব ছিল আমাদের জন্মেরও আগের কথা। ট্রেণ না থাকলেও আছে অসম্ভব সুন্দর বালাসী ঘাট। বালাসী ঘাটের সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবেই। বালাসী ঘাটে আছে বিআইডব্লিউটিএর নয়নাভিরাম টার্মিনাল্। তবে এই টার্মিনালে ঢুকে আপনি নদীর পারে আসতে পারবেন না। আমি বুঝতে পারিনি এই টার্মিনালের কাজ কি। এই বড় টার্মিনাল এর কাজ না থাকলেও দেখতে কিন্ত খুব সুন্দর। আর কাজ যা হয় তা এই ছোট ভাসমান টার্মিনালই করে। এই দিক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। বালাসী ঘাটে আসলে নৌকায় ব্রহম্মপুত্র নদীর সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। সেই সাথে ঘুরে আসতে পারবেন ব্রহম্মপুত্র নদীর উপর ভেসে থাকা দশ পরিবারের ছোট একটি গ্রাম রসুলপুর। রসুলপুর নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে।
গাইবান্ধার বালাসী ঘাট অনেক সুন্দর বাহে
#গাইবান্ধা #Gaibandha #বালাসীঘাট #ফুলছড়ি #ব্রহ্মপুত্র
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: