"একটি মোরগের কাহিনি || কবি:-সুকান্ত ভট্টাচার্য (কবিতা থেকে গান )
Автор: Bishu Sarkar
Загружено: 2025-08-27
Просмотров: 370
একটি মোরগের কাহিনী ; এটি একটি অসাধারন সুন্দর কবিতা । কবিতা টি লিখেছিলেন শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্য মহাশয় । আমার ছোট্ট একটি প্রয়াস এই কবিতাটি কে সুরে রূপান্তরিত করা। সুরে রুপান্তরিত করতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে দুটো একটা কথা যোগ করতে হয়েছে , তার জন্য আমি ক্ষমা প্রার্থী । আপনারা গানটি শুনুন আশা করি আপনাদের ভাল লাগবে , আপনাদের মুল্যবান মতামত লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো । একটি মোরগের কাহিনী
কবি:-সুকান্ত ভট্টাচার্য
সুর, কণ্ঠ , সংগীতায়োজন , মিক্স মাষ্টার , - বিশু সরকার
একটি মোরগের কাহিনী;
একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল
বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে,
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়—
আরো দু’তিনটি মুরগীর সঙ্গে।
আশ্রয় যদিও মিলল,
উপযুক্ত আহার মিলল না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটাল সেই মোরগ
ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত—
তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত।
তারপর শুরু হল তাঁর আঁস্তাকুড়ে আনাগোনা:
আশ্চর্য! সেখানে প্রতিদিন মিলতে লাগল
ফেলে দেওয়া ভাত-রুটির চমৎকার প্রচুর খাবার!
তারপর এক সময় আঁস্তাকুড়েও এল অংশীদার—
ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু’তিনটে মানুষ;
কাজেই দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে।
খাবার! খাবার! খানিকটা খাবার!
অসহায় মোরগ খাবারের সন্ধানে
বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে,
প্রত্যেকবারই তাড়া খেল প্রচণ্ড।
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে-—
‘প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার’!
তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল,
একেবারে সোজা চলে এল
ধপ্ধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে;
অবশ্য খাবার খেতে নয়—
খাবার হিসেবে।।
-সুকান্ত ভট্টাচার্য #ektimorogerkahini#sukantabhattacharya #banglasong #
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: