Maa Charan Dhore Aachhi Pore (Shyama Sangeet) Sung by Dilip Kumar Roy! lyrics D.L Roy
Автор: Joydeep Banerjee
Загружено: 2024-10-31
Просмотров: 1081
মা কালীর করালী মূর্তির ভাবোচ্ছ্বাস পাই নানা সাধকের গানেই, কিন্তু সেই সঙ্গে কবিত্ব, উপমা, আবাহন?
চরণ ধ'রে আছি প'ড়ে একবার চেয়ে দেখিস না মা!
মত্ত আছিস আপন খেলায়, আপন ভাবে বিভোর বামা।... হাতে মা তোর মহাপ্রলয়, পারে ভব আত্মহারা
মুখে হাহা অট্টহাসি অঙ্গ বেয়ে রক্তধারা
কিন্তু এ-রূদ্রাণীর মধ্যে দিয়ে কবি ডাক দিলেন করুণাময়ী শিবানী মা-কে কী মনোহর উপমায়:
আয় মা, এখন তারারূপে, স্মিতমুখে শুভ্রবাসে,
নিশার ঘন আঁধার দিয়ে উষা যেমন নেমে আসে।
তারা ক্ষেমঙ্করী ক্ষেমা! অভয়ে অভয় দে মা!
কোলে তুলে নে মা শ্যামা, কোলে তুলে নে মা শ্যামা!
কত দিনই না এ-গান গাইতে গাইতে আমার চোখে জল ভ'রে এসেছে তাই না শ্রোতাদের চোখেও জল ঝরেছে।
~ শ্রী দিলীপকুমার রায়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: