সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর মাজার শরীফ | সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর জীবন কাহিনী ও তার অলৌকিক ক্ষমতা
Автор: Bipul Mridha
Загружено: 2024-10-01
Просмотров: 18226
সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর মাজার শরীফ | সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর জীবন কাহিনী ও অলৌকিক ক্ষমতা
হযরত মাওলানা
সোলাইমান শাহ্ চিশতী রঃ আধ্যাত্মিক সাধক পুরুষ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপ নগরে রয়েছে সোলাইমান শাহের মাজার। আধ্যাত্মিক সাধক সোলাইমান শাহের জীবন কর্মের জন্য তিনি আজও হাজারো ভক্তের মাঝে বেঁচে আছেন। তাইতো প্রতি বছর গোলাপনগরে লাখোভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোলাপ নগর।
পদ্মা নদীর কুলবর্তী ভক্তদের বসে ২ দিনব্যাপী মিলন মেলা। লাখো লাখো ভক্তের ভীড়ে মুখরিত হয় এলাকা। আধ্যাত্মিক ভাব-গান আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে মাজার প্রাঙ্গনের ভক্তরা। এখানেই ঘুমিয়ে আছেন লাখো ভক্তের হৃদয়ের শাহ্ সুফি হযরত মাওলানা সোলাইমান শাহ্ চিশতী রঃ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর প্রতি বছর ২৭, ২৮ ও ২৯শে চৈত্র ওরশ হয়। ওরশে লাখো নারী-পুরুষ সামিল হন।
ইসলাম ধর্ম প্রচারের জন্যেই ঊনবিংশ শতকে যে সকল মনীষী, আউলিয়া, গাউজ, কুতুব, দরবেশ, ফকির এই উপমহাদেশে তথা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন হযরত সোলাইমান শাহ্ (রঃ) তাদের মধ্যে অন্যতম একজন। Suleiman Shah Mazar Sharif
৬০ এর দশকে সোলেমান শাহ এসে পদ্মার নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেন। সেখানে একটা খড়ের কুঁড়ে ঘরে থাকতেন। বাবা সোলেমান শাহ্ বরিশাল জেলার লোক ছিলেন বলে জানাগেছে। যৌবন আরম্ভ হলে তিনি গৃহ ত্যাগ করেন এবং ভারতের পশ্চিম বাংলার করিমপুর থানায় এবং খাজুরে বর্ডারে কিছুদিন বসবাস করেন। এখান থেকে রাজশাহীর চরেও কিছুকাল থাকেন। তারপর সেখান থেকে আসেন ভেড়ামারা ঘোষপাড়া গ্রামে সাতবাড়ীয়া মসজিদের উত্তরের মাঠে এক বাবলা গাছের নীচেও কিছু দিন থাকেন।
শেষে গোলাপনগরের পদ্মা নদীর তীরে অবস্থান নিয়ে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকাল সময়ে পাক হানাদার বাহিনী পাকশী ঘাট পার হয়ে গোলাপনগরে প্রবেশ করে। সে সময় সোলেমান শাহ্ তার ৮জন মুরিদ ভক্তসহ কুঁড়ে ঘরে ছিলেন। পাক সেনাদের ব্রাশ ফায়ারে সোলেমান শাহ সহ ৮জন শহীদ হন। তিনি এবং সঙ্গীরা শহীদ হওয়ার পর থেকেই এখানে গড়ে উঠেছে পবিত্র মাজার শরীফ। মাজার শরীফে প্রতি বছর চৈত্র মাসের ২৭. ২৮. ও ২৯ তারিখে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। ওরশকে কেন্দ্র করে মাজার চত্বরে বসে বিভিন্ন রকমারী দোকান। দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে সোলাইমান শাহের টানে ছুটে আসে হাজার হাজার ভক্তবৃন্দ।
#Suleimanshah #suleiman #mazarsharif #golapnagarsuleimanshahmazar
#mazar #travel #tranding #mazarvideo #সোলাইমানশাহ
#kushtia #kushtiamazar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: