ব্যক্তি মালিকানা জায়গা জবর দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ,
Автор: NabinagarTitastv
Загружено: 2022-04-01
Просмотров: 986
ব্যক্তি মালিকানা জায়গা জবর দখল ও ফলজ গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ নবীনগর পৌরসভায় কর্মরত বজলুর রহমানের বিরুদ্ধে ***
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ০৫নং ওয়ার্ডের নবীনগর মৌজাস্থিত মাঝিকাড়া খালপাড় সংলগ্ন বালুচরে মূলরাস্তা করতে পৌর কর্তৃপরে নেই মাথা ব্যথা, এমনকি খাল পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এরই পাশে নুরুজ্জামানের ব্যক্তি মালিকানা ৩ শতাংশের ১ শতাংশ জায়গা উদ্দেশ্য প্রণোদিতভাবে জবর দখল করে ফলজ গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে নবীনগর পৌরসভার কর্মকর্তা বজলুর রহমানের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী জায়গার মালিক নুরুজ্জামান বাদী হয়ে গতকাল রাতে নবীনগর থানায় খন্দকার আহসান উল্লাহ, খন্দকার আমান উল্লাহ ও পৌরসভায় কর্মরত বজলুর রহমানকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে বাদী নূরুজ্জামান বলেন....
জায়গা জবরদখল ও হুমকি ধামকির সময় উপস্থিত থাকা প্রত্যদর্শী পিয়ারা বেগম জানান...
পৌরসভায় কর্মরত বজলুর রহমান তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে জানান, আমি একা ছিলাম না ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে রাস্তার জন্য কাজ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: