ক্রুসেড সিরিজ | সালাহউদ্দিন আইয়ুবীর কমান্ডো অভিযান | পর্ব ৩ | আসাদ বিন হাফিজ | THE AUDIO BOII
Автор: The Audio Boii
Загружено: 2026-01-14
Просмотров: 206
আসাদ বিন হাফিজের ক্রুসেড 2 - সালাহউদ্দিন আইয়ুবীর কমান্ডো অভিযান - পর্ব ৩
--------------------------
"সুলতান সালাহউদ্দীন আইয়ুবী- দুঃসাহসী এক যোদ্ধা, অসাধারণ এক সেনাপতি। ইসলামের শত্রুরা আজো তাকে সম্বোধন করে ‘গ্রেট সালাদীন’ বলে, মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে।
মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম। খৃস্টান জগৎ তার সাহস, বুদ্ধিমত্তা আর রণকৌশলৈর কথা কোনদিন ভুলতে পারবেনা। ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী। কিন্তু ক্রুশের ধ্বজাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল, নিজেদের সে সব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোন ত্রুটি করেনি।"
- আসাদ বিন হাফিজ
এই সিরিজের অধ্যায় সমূহ-
১. গাজী সালাহউদ্দীনের দুঃসাহসিক অভিযান
🔴২. সালাহউদ্দীন আয়ুবীর কমান্ডো অভিযান (চলমান...)
৩. সুবাক দুর্গে আক্রমণ
৪. ভয়ংকর ষড়যন্ত্র
৫. ভয়াল রজনী
৬. আবারো সংঘাত
৭. দূর্গ পতন
৮. ফেরাউনের গুপ্তধন
৯. উপকূলে সংঘর্ষ
১০. সর্প কেল্লার খুনী
১১. চারদিকে চক্রান্ত
১২. গোপন বিদ্রোহী
১৩. পাপের ফল
১৪. তুমুল লড়াই
১৫. উমরু দরবেশ
১৬. টার্গেট ফিলিস্তিন
১৭. গাদ্দার
১৮. বিষাক্ত ছোবল
১৯. খুনী চক্রের আস্তানায়
২০. পাল্টা ধাওয়া
২১. ধাপ্পাবাজ
২২. হেমসের যোদ্ধা
২৩. ইহুদী কন্যা
২৪. সামনে বৈরুত
২৫. দুর্গম পাহাড়
২৬. ভন্ডপীর
২৭. ছোট বেগম
২৮. রক্তস্রোত
২৯. রিচার্ডের নৌবহর
৩০. মহাসময়
প্রত্যেকটি অধ্যায়ে থাকবে ৬-৮ টা পর্ব।
#Crushed #SalahuddinAyubi #AsadBinHafiz #islamicHistory #THEAUDIOBOII #saladin
জেরুজালেম ও মসজিদুল আকসা আব্রাহাম তিন ধর্মের পবিত্র স্থান। এই স্থান নিয়ে তাই ঝগড়া-বিবাদ, ফ্যাসাদ, যুদ্ধ সময়-অসময়েই সংঘটিত হয়।
মসজিদুল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। এটি হযরত মুহাম্মদ (সা.) এর মিরাজ যাত্রার প্রথম স্থান এবং প্রথম কিবলা হিসেবে মুসলিমদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। ৬৩৮ খ্রিষ্টাব্দে হযরত উমর (রা.) জেরুজালেম দখল করে শান্তিপূর্ণভাবে মুসলিম শাসনের সূচনা করেন। ১০৯৯ সালে ক্রুসেডাররা আক্রমণ করে মসজিদটি গির্জায় পরিণত করে ও ব্যাপক হত্যাকাণ্ড চালায়। পরে ১১৮৭ সালে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধে বিজয় লাভ করে মসজিদুল আকসা পুনরুদ্ধার করেন এবং মুসলিমদের ইবাদতের জন্য খুলে দেন। আজও এই মসজিদ মুসলিমদের আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
১০৯৯ সালে প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টান বাহিনী যখন জেরুজালেম দখল করে, তখন তারা এমন এক বিভীষিকাময় হত্যাযজ্ঞ চালায় যে শহরের রাস্তায় রক্তের নদী বয়ে যায়। ইতিহাস বলে, মসজিদুল আকসা’র ভেতরেই হাজার হাজার নিরস্ত্র মুসলমানকে একত্র করে কচুকাটা করা হয়। শিশু, নারী, বৃদ্ধ—কোনো ভেদাভেদ ছিল না; তাদের চোখে ছিল কেবল ঘৃণা ও প্রতিশোধের আগুন।
কিন্তু প্রায় ৮৮ বছর পর, ১১৮৭ সালে যখন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধ জয় করে জেরুজালেম পুনরুদ্ধার করেন, তখন ইতিহাস দেখলো সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। তিনি পারতেন প্রতিশোধ নিতে, পারতেন সেই রক্তাক্ত ঘটনার বদলা রক্তে দিতে—কিন্তু তিনি দিলেন ক্ষমা। খ্রিস্টান নারী-শিশুদের আশ্রয় দিলেন, বন্দিদের মুক্তির সুযোগ দিলেন, এমনকি গির্জাগুলোকেও অবমাননা করলেন না। তার হৃদয় ছিল বিজয়ের থেকেও বড়, আর সেই রহমদিলি চিরকাল ইতিহাসের পাতায় এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।
সালাহউদ্দিন প্রমাণ করে গিয়েছেন—সত্যিকারের বিজয় শুধু অস্ত্রে নয়, বরং চরিত্রে, মানবতায়, ও ক্ষমার মাহাত্ম্যে।
---------------------
এই সিরিজে টানটান উত্তেজনাময় শ্বাসরুদ্ধকর ঘটনা থাকবে, থাকবে নিজের আত্মশুদ্ধির কিছু তেতো বাণী, থাকবে গৌরবময় ইসলামি ইতিহাস।
এই বইয়ের লেখক জনাব আসাদ বিন হাফিজের কাছে আমরা চির কৃতজ্ঞ। বইয়ের সত্ব আসাদ বিন হাফিজ ও তার পরিবারের উপর নিবদ্ধকৃত।
Disclaimer-
We aren't promote violence and any harmful things. We are promoting humanity and Hospitality.
Follow my channel "The Audio Boii"
Please Like, Comment and Subscribe to my channel.
thanks you all my friend.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: