দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, বেলুড় মঠ ভ্রমণ
Автор: Debjit Bain
Загружено: 2026-01-14
Просмотров: 79
দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমি সবার প্রথমে ট্রেন ধরে চলে যাই দমদম স্টেশন আটটা নাগাদ দমদম স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরি এবং সেই ট্রেনে করে নেমে যাই দক্ষিণেশ্বর। এবং তারপর সেখান থেকে স্কাইওয়াক করে সোজা পৌঁছে যাই দক্ষিণেশ্বর মন্দির। তারপর দক্ষিণেশ্বর মন্দিরের পূজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে সামনেরই একটি দোকান থেকে আমরা কচুরি কিনি ৫০ টাকায় ৪ পিস যেটা আমার নিজের কিন্তু অনেকটাই দাম বেশি মনে হয়েছে। তারপর সেখান থেকে আমরা প্রায় ১১ টার পর পর চলে যায় আদ্যাপীঠ মন্দিরে যেখান থেকে কিন্তু আমরা ৮০ টাকা করে সবার জন্য কুপন কেটে নি। তারপর বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা সেখানে যে দুপুরের খাওয়া-দাওয়া সেটা করি তারপর সেখান থেকে আমরা আবার ফিরে আসি দক্ষিণেশ্বর যেখানে কিন্তু দক্ষিণেশ্বর যে মন্দিরটি ছিল সেটা তখন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর আমরা দক্ষিণেশ্বর যে ফেরিঘাট আছে সেখান থেকে লঞ্চে করে চলে যাই বেলুড় মঠ। বেলুড় মঠে যখন আমরা পৌঁছায় তখন তিনটে বাজে বেলুড় মঠ যেহেতু শীতকাল চলছে এখন তাই জন্য সাড়ে তিনটা খুলে যায়। তো আমরা সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ বেলুড় মঠে প্রবেশ করি ভিতরে কোন ভিডিও করার পারমিশন ছিল না সব জায়গায় লেখা ছিল এখানে ভিডিও করা নিষিদ্ধ তাই আমরা সেখানে সেভাবে ভিডিও করতে পারিনি তোমরা ভিডিওতেও সেটা দেখতে পেরেছ বা পরবে। যেহেতু এখন শীতকাল চলছে সাড়ে পাঁচটা নাগাদ বন্ধ হয়ে যায় তখন আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি এবং তারপর আবার লঞ্চে করে চলে আসি দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে দমদম স্টেশনে নামি এবং তারপর সেখান থেকে বাড়ি চলে আসি। এই টোটাল যে জার্নি ছিল আজকে আমার সেটাই তোমাদের সাথে আমি জানালাম এই ডেসক্রিপশন বক্সে তোমরাও চাইলে এভাবেই ঘুরে আসতে পারো এই তিনটে জায়গা এক দিনে। যারা এই পুরো লেখাটা পড়েছ তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও এবং তাদের কে অসংখ্য ধন্যবাদ এই পুরোটা পড়ার জন্য🙏।
ভিডিওটা ভালো লাগলে লাইক,শেয়ার, কমেন্টস এবং চেনেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।
ধন্যবাদ🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: