jao jao Giri (যাও যাও গিরি) Shiv Durga agomoni
Автор: Dharmaraj World
Загружено: 2020-10-08
Просмотров: 472
jao jao Giri (যাও যাও গিরি) Shiv Durga agomoni
যাও যাও গিরি
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে,
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
আমি দেখেছি স্বপন নারদ-বচন
উমা মা-মা বলে কাঁদিছে,
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
ভাঙর ভিখারী জামাই তোমার,
সোনার ভ্রমরী গৌরী আমার-
ভাঙর ভিখারী জামাই তোমার,
সোনার ভ্রমরী গৌরী আমার।
আমার উমার যত বসন-ভূষণ,
আমার উমার যত বসন-ভূষণ
ভোলা তাও বেচে ভাঙ খেয়েছে।
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
ভাঙেতে ভোলার তৃপ্তি বড়ো,
ত্রিভুবনের ভাঙ করেছে জড়ো-
ভাঙেতে ভোলার তৃপ্তি বড়ো,
ত্রিভুবনের ভাঙ করেছে জড়ো।
ধুতরার বীচি ভাঙেরই গুঁড়া,
ভোলা, ধুতরার বীচি ভাঙেরই গুঁড়া,
আমার উমার বদনে দিতেছে।
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
#jao_jao_Giri #ma_durga #Dharmaraj_world
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: