লাভজনক আখ চাষ পদ্ধতি।আখ চাষ করে ৮ মাসে এক লাখ টাকা আয় সম্ভব।Sugarcanne Cultivation|| Aakh Chash.
Автор: The Farming Master
Загружено: 2022-09-18
Просмотров: 7725
লাভজনক আখ চাষ পদ্ধতি।আখ চাষ করে ৮ মাসে এক লাখ টাকা আয় সম্ভব।Sugarcanne Cultivation|| Aakh Chash.
রোপনের সময় -
পশ্চিমবঙ্গে সাধারণত বছরে দুবার আখ বসানো হয়।
১. কার্তিক – অগ্রহায়ন মাসে (অক্টোবর – নভেম্বর)
২. ফাল্গুন- চৈত্র মাসে (মার্চ – এপ্রিল)
হেমন্তকালীন আঁখে ফলন বেশি পাওয়া যায়।
বীজ নির্বাচন -
আখগাছের গোড়ার দিকে যত দূর পর্যন্ত শিকড় বের হয় সেই অংশ বাদ দিয়ে উপরের অংশের পুরোটাই বীজ আখ হিসাবে ব্যবহার করা যেতে পারে।
তবে উপরের দিকে ১/৩ অংশই বীজ আখ হিসাবে সবচেয়ে উপযোগী।
৯ মাস বয়সী আখের ডগার দিকের ১/৩ অংশ এবং ৬-৮ মাস বয়সের আখের মাঝের অংশ বীজ আখ হিসাবে খুবই উপযোগী।
বীজ আখ তাজা, সতেজ চোখ যুক্ত এবং রোগ -পোকা মুক্ত হয়। রোগাক্রান্ত জমি থেকে কখনই বীজ আখ সংগ্রহ করা যাবে না।
আখে লাল দাগ দেখা গেলে বীজ আখ হিসাবে ব্যবহার করা ঠিক নয়।
এছাড়া ফুল এসে যাওয়া আখ এবং মুড়ি আখ কখনই বীজ আখ হিসাবে ব্যবহার করা উচিত হবে না।
বীজ আখ জমি থেকে কেটে নেওয়ার ২৪-৪৮ ঘন্টার মধ্যে হাপরে বা সরাসরি জমিতে বসাতে হবে।
বীজের হার -
একর প্রতি ২ টন -২.৫ টন বীজ আখ লাগবে।
বীজের শোধন -
বীজ আখ বসানোর আগে তিনটি চোখবিশিস্ট ৩০-৪৫ সেমি লম্বা আখের টুকরোগুলি ২৪ ঘন্টা ধরে পরিষ্কার জলে ভিজিয়ে রাখলে ভাল কল বেরায়। কার্বেনডাজিম ৫০ % ডবলু. পি ২ গ্রাম প্রতি লিটার জলে গুলে বীজ আখ ২০ মিনিট ভিজিয়ে রেখে শোধন করা হয়।
রোপনের পদ্ধতি -
১) তিন চোখ বিশিষ্ট আখ বসানোর পদ্ধতি :
ক ) লম্বালম্বিভাবে একটি টুকরোর পর আর একটি টুকরো বসানো। এই পদ্ধতি সবথেকে ভালো।
খ ) প্রথম টুকরোর শেষ গাঁটের সামনে দ্বিতীয় টুকরো বসানো।
গ ) লম্বালম্বিভাবে দুটি টুকরোর মাঝে সামান্য ফাঁক রেখে বসানো।
ঘ ) আগু পিছু হিসেবে দু -সারিতে বসানো।
বীজ আখের টুকরো বসানোর সময় চোখগুলি উপরের দিকে থাকবে। প্রতি মিটার সারিতে ১২-১৫ টি চোখ থাকতে হবে।
বীজ আখ জমিতে বসানোর পর ৪ - ৫ সেমি (১.৫- ২ ইঞ্চি ) পুরু ঝুরঝুরে মাটি দিয়ে ঢাকা দিতে হবে
#sugarcane#sugarcanefarmers#sugarcanefarming#sugarcanne#sugarcanecultivation
I'm on Instagram as @manikumarbiswas78. Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/con...
আপনি যদি আপনার ফার্ম এর ভিডিও আমাদের চ্যানেল এর মাধ্যমে দেখাতে চান তাহলে যোগাযোগ করুন 8617809929
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: