EP-6 | 108 Holi Waterfalls | Bumla Pass | Madhuri lake | Tawang Hotel | Tawang Sightseeing By Car
Автор: Tour Memories of RC
Загружено: 2025-12-15
Просмотров: 372
EP-6 | 108 Holi Waterfalls | Bumla Pass | Madhuri lake | Tawang Hotel | Tawang Sightseeing By Car
🏤📍 Where to stay in Tawang
Kailash inn: 6909997782
🚘 Tawang Bumla Pass Car Driver
Tengin Kherela: 8974011444
🚘 Our Tour Driver Contact Number:
Hanja Brambha: 6002095364
Tawang Deputy Commissioner (DC) Office – কাজ কী?
তাওয়াং জেলায় টুরিস্টদের জন্য এই অফিস খুব গুরুত্বপূর্ণ, কারণ—
এখানে যেসব কাজ হয়
✔️ ILP (Inner Line Permit) ইস্যু
✔️ Bumla / Madhuri route permission (Army coordination internal সহ)
✔️ Tourist movement approval
✔️ Local administration clearance
👉 Army clearance DC Office দিয়েই internally হয়
👉 টুরিস্টকে Army বা ব্রিগেডিয়ার অফিসে যেতে হয় না
📍 Tawang Deputy Commissioner (DC) Office – কোথায়?
স্থান: Tawang Town, Arunachal Pradesh
ল্যান্ডমার্ক:
Tawang Main Market এর কাছে।
👉 🧾 DC Office এ permission এর জন্য কী কী দেবেন?
Bumla pass পারমিশনের জন্য —
সাধারণত একদিন আগে এপ্লাই করতে হয়
আধার / ভোটার / পাসপোর্ট সফট কপি
পাসপোর্ট সাইজ ছবি সফট কপি
ILP সফট কপি
আর যদি কেউ নিজে ড্রাইভ করে নিজের গাড়িতে যেতে চান তাহলে গাড়ির সমস্ত পেপার্স কপি
(RC, DL, PUC, Insurance soft copy)
এই সব হোটেল এজেন্ট কে পাঠিয়ে দিতে হবে। যিনি এপ্লাই করবেন
⚠️ খুব গুরুত্বপূর্ণ কথা
❌ DC Office বুমলা পাসের পারমিশন ডাইরেক্টলি টুরিস্টকে দিতে চাইনা।
✔️ সাধারণত Registered Travel Agency এর ফাইল গ্রহণ করে।
কিছু হোটেল আছে যারা এই পারমিট এর ব্যাপারে টুরিস্ট কে হেল্প করতে পারে। যে সমস্ত টুরিস্ট যদি নিজে ড্রাইভ করে নিজের গাড়ি নিয়ে যায় অন্য স্টেট থেকে তাদের গাড়ি নিয়ে ঘোরার পারমিশন দেওয়া হয় কিন্তু সেটা কোন লোকাল হোটেল করে দিলে তাড়াতাড়ি হয়। অন্য কোন স্টেট এর ড্রাইভার বা তাদের গাড়িকে অ্যালাও করেনা। ড্রাইভার নিলে তাওয়াং এর গাড়ি নিতে হবে।শুধু তাওয়াংয়ের লোকাল রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়। একটু সিন্ডিকেট মত আছে। 😊
✔️ Army approval DC Office দিয়েই হয় (ভিতরে ভিতরে)
✔️ যদি তায়ং টু রেজেন্টের গাড়ি নেওয়া হয় তাহলে বোমলা পাস এবং মাধুরী লেকের জন্য খরচ পড়ে ৫০০ + ৫০০০ এর সাথে হোলি ওয়াটার ফলস গেলে আরো 5500 টাকা লাগে
**********************
👉 ILP জন্য এপ্লাই কিভাবে করবেন:
অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই করা যায়—
*অনলাইনের লিংক নিচে দেওয়া হল
Official Website for ILP:
https://www.eilp.arunachal.gov.in/
আধার / ভোটার / পাসপোর্ট
সফট কপি,
পাসপোর্ট সাইজ ছবি সফট কপি আপলোড করতে হয়।
আর তিন দিনের জন্য হলে ৩০০ টাকা পার হেড
এবং ১৪ দিনের জন্য ৫০০ টাকা পার হেড লাগে।
*অফলাইনে করলে ওখানে গিয়ে পাশেই অফিস থেকে লাইন দিয়ে করা যায়। সে ক্ষেত্রে নিচে ডকুমেন্টগুলো লাগবে
আধার / ভোটার / পাসপোর্ট (Original + Xerox)
2 কপি পাসপোর্ট সাইজ ছবি
ভ্রমণের রুট ও তারিখ
*******************************************
#travel #arunachalpradeshtourism #tawangtour #madhurilake #bumlapass #arunachalpradesh #northeastindia #mountains #china #travelindia #holiwaterfall #waterfall
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: