❝তুমি আমাকে ইগনোর করছো ,মেয়ে?এই মন্ত্রী আদ্রিত মাহমুদকে ইগনোর করছো।তোমার সাহস
Автор: ছোট গল্প
Загружено: 2025-08-19
Просмотров: 17591
❝তুমি আমাকে ইগনোর করছো ,মেয়ে?এই মন্ত্রী আদ্রিত মাহমুদকে ইগনোর করছো।তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি।❞
কোনো প্রকার ভাবান্তর হলো না নাহারের।নিজ কাজে মগ্ন থাকলো সে।কাজটা আহামরি কিছু নয়, ফোনে বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করছে।সময় পেলেই এই রেস্টুরেন্ট এ আসে সে।কিছু সময় থেকে আবার চলে যায়।নিরিবিলি হওয়ার কারণে এই রেস্টুরেন্ট পছন্দের নাহারের।
রাগে ফেটে যাচ্ছে আদ্রিত।মন চাইছে সামনে বসা মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেতে।সেটা করতে না পেরে টেবিলে জোরে ঘুষি মারে।রেস্টুরেন্ট এ বসা মানুষজন বিরক্তিকর মুখে তাকালো তাদের দিকে।মাস্ক, ক্যাপ পরে থাকার কারণে আদ্রিতকে চেনার কোনো উপায় নেই।বিরক্তিতে চ সূচক উচ্চারণ করলো নাহার।ফোনটা লক করে চোখ ছোট ছোট করে তাকালো আদ্রিতের দিকে।
❝কিছু বলছিলেন মিস্টার মাহমুদ?❞
রাগের মাত্রা আকাশ চুম্বি হলো আদ্রিতের। নিচু গলা কিন্তু দাঁতে দাঁত চেপে রাগ মিশ্রিত কন্ঠে বললো,
❝আমি কি বললাম তুমি শুনতে পাও নি ?❞
রাহা উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডাকলো।
❝এক কাপ কফি প্লিজ❞
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: