সয়াবিনের ঘুঘনি। এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে। এটি ভাত বা রুটির সাথে খেতে পারেন।
Автор: Rita cooking video
Загружено: 2025-12-22
Просмотров: 17
সয়াবিনের ঘুঘনি। বানানোর জন্য কড়ায় জল গরম করে নুন দিয়ে সেদ্ধ করে নেব। কড়ায় সোরসে তেল গরম করে সয়াবিন ভেজে তুলে নেব। তল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নেড়ে টমেটো কুচি, আদা বাটা দিয়ে নেড়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ আলু, সেদ্ধ মটর ও ভেজে রাখা সয়াবিন দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জলদেব। ঝোল ফুটে গেলে ওপর থেকে ঘি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: