"@shakilcreations1
Автор: Shakil creations
Загружено: 2025-10-29
Просмотров: 836
Song: মনটা পাথর হয়ে গেছে
Singer: shakil mia
Writer: shakil mia
Producer: shakil mia
Lyrics:
এই মনটা একদিন হাসতো, আজ নিঃশব্দ...
কেউ বুঝলো না, কতটা ভেতরে আগুন জ্বলে গেছে...
মনটা পাথর হয়ে গেছে, ভাই, কান্না আসে না,
চোখে আগুন আছে, কিন্তু আলো ভাসে না,
যে কষ্টে মানুষ ভাঙে, আমি তাতে দাঁড়ায়,
যে পথে সুখ হারায়, আমি তাতেই হাঁটাই।
রাতের ঘুম উড়ে গেছে, ভাবনায় ঝড়,
হাজার প্রশ্ন বুকে, নেই কোনো উত্তর,
ভালোবাসা নামের খেলা, ছিল শুধু ফাঁদ,
আজ মনটা বলে — “আর ভালোবাসা বাদ!”
মনটা পাথর, ভাই, আর কাঁদে না আজ,
হৃদয়টা শুকনো, নেই আবেগের সাজ,
যে ব্যথায় মানুষ ভাঙে, আমি তাতে রই,
বুকের ভেতর আগুন, তবুও চুপচাপ সই।
মনটা পাথর, ভাই, কান্না হারায় গেছে,
যে হাসি ছিল সত্য, তাও মিথ্যা বেঁচে,
সব চাওয়া থেমে গেছে, থেমে গেছে গান,
ভালোবাসার শেষে পাই শুধু শূন্য জাহান।
ভালোবেসে পেলাম প্রতারণার দাম,
বুকের ভেতর দগদগে ক্ষত, নেই কোনো নাম,
যে মানুষ বলেছিল, "থাকবো পাশে চিরদিন,"
আজ তাকেই দেখি দূরে, অন্য কারো সংগীন।
আমার কথা কেউ শোনে না, মন বোঝে না কেহ,
সবাই বলে, "সময় ভালো হবে, সান্ত্বনা দে!"
কিন্তু ভাই, এই সময়ে নেই কোনো আলো,
মনটা মরুভূমি, ভালোবাসা হালকা কালো।
মনটা পাথর, ভাই, আর কাঁদে না আজ,
হৃদয়টা শুকনো, নেই আবেগের সাজ,
যে ব্যথায় মানুষ ভাঙে, আমি তাতে রই,
বুকের ভেতর আগুন, তবুও চুপচাপ সই।
যে চোখে জল ছিল, আজ তা শূন্য কূপ,
যে মুখে হাসি ছিল, আজ তাতে কষ্টের রূপ,
ভালোবাসা নামের শহর পুড়েছে আগুনে,
মনটা পাথর, তাই এখন ঠাণ্ডা দাগুণে।
না কাঁদি এখন, কাঁদলে লাভ কি,
ভালোবাসার নাটক, শেষে ফাঁকি,
মনটা পাথর, ভাই, আমি তা মানি,
চোখে জল নাই, কিন্তু কষ্ট তো আনি।
মনটা পাথর, ব্যথা এখন ছায়া,
যে ভালোবাসতো একদিন, আজ সে পরায়া... 💔
#shakil #bangla #rap #song #sad #newmusic #viralvideo #love
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: