Eid e Milad un Nabi (S) Rally in Dhaka Bangladesh 2020 / ঈদে মিলাদুন্নবী (সা:) / আহলা দরবার শরীফ
Автор: AHALA DARBAR SHARIF
Загружено: 2020-11-03
Просмотров: 3512
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)” উদ্যাপন উপলক্ষে আঞ্জমানে আসাদিয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফ, মিরপুর খানকাহ্ শরীফ এবং মিরপুর মাজার শরীফ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠান পালন করে। সকাল ৮:৩০ স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্বোধন করেন আহলা দরবার শরীফের পীরে তরিকত হযরত মাওলানা এ.জেড.এম সেহাবউদ্দিন খালেদ আল ক্বাদেরী, আল চিশতী (রহঃ) এর শাহ্জাদা সৈয়দ আব্রার ইবনে সেহাব আল ক্বাদেরী, আল চিশতী (মা.জি.আ) । এরপর বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। এর আগে শাহ্জাদা সৈয়দ আব্রার ইবনে সেহাব আল ক্বাদেরী, আল চিশতী (মা.জি.আ) বলেন সারা বিশ্বের মুসলমানদের উপর যে অবমাননা ঘটছে সেটি শুধু মুসলমানদের ঐক্যের অভাবের কারনেই। সকাল ১০টায় জশনে জুলুস বের হয় মিরপুর হযরত শাহ্ আলী বোগদাদী (রহঃ) মাজার শরীফ প্রাঙ্গন থেকে। জুলুসে অংশ নেয় হাজারো ভক্ত ও আশেকানরা। মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে মিরপুর থেকে শ্যামলী, ধানমন্ডি ৩২, কাওরানবাজার, মৌচাক মার্কেট, কাকরাইল, রাসেল স্কয়ার মোড় থেকে ঢাকার আশপাশের এলাকা প্রদক্ষিন করে মিরপুর হযরত শাহ্ আলী বোগদাদী (রহঃ) মাজার শরীফ প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ হয়। এর পর বাদজুম্মা ওয়াজ, মিলাদ মাহফিল বাদ এশা সা’মা মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Eid e Milad un Nabi (S) in Bangladesh 2020 // ঈদে মিলাদুন্নবী (সা:) ২০২০ // আহলা দরবার শরীফ #সৈয়দ_আব্রার_ইবনে_সেহাব #আল_ক্বাদেরী_আল_চিশতী (মা.জি.আ) #আহলা_দরবার_শরীফ #Eid_e_Milad_un_Nabi #ঈদে_মিলাদুন্নবী_(সা:)_২০২০
#Dhaka_Bike_Rally_2020
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: