আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। যে সত্য আমাদের থেকে আড়াল করা হয়!
Автор: খুতবাতে দ্বীন
Загружено: 2025-12-19
Просмотров: 540
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
সালামুন আলাইকুম,
স্বাগতম “খুতবাতে দ্বীন” চ্যানেলে।
আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বলতে আমরা কি বুঝি আর মোল্লারা আমাদের কি বুঝিয়ে থাকে? তাদের কল্পনা প্রসুত রুপকথা ও তাদের আবিষকৃত নামাজ দিয়ে কি সত্যি সত্যি আল্লাহকে পাওয়া যায়? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কিরকম? তাহলে তারা কথা ঘুরিয়ে আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই গাজাখুরি বোলচাল দিতে থাকে। এই ভিডিওতে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের একটা পরিষ্কার ধারনা দেওয়ার চেস্টা করেছি। এবং যখন আপনি এই সম্পর্কের স্বরুপটা হৃদায়াঙ্গম করতে পারবেন তখন আপনি নিজেই আল্লাহকে আবিষ্কার করে ফেলবেন। মোল্লাদের বানানো ১৮/১৯ প্রকার জ্ঞানের আর প্রয়োজন হবে না। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কাছে আল-কোরআনের চিরন্তন দিক নির্দেশনা পৌঁছে দেওয়া, এবং ইসলামের নামে প্রচলিত কুসংস্কার, লাহুয়াল হাদিস বা মিথ্যা ও বানোয়াট ইতিহাস থেকে মুক্ত হয়ে আসল সত্য ও আলো তুলে ধরা।
এই চ্যানেলে আপনি পাবেনঃ
📖 কোরআনের আধুনিক বিজ্ঞানময় গবেষনাভিত্তিক ভিত্তিক আলোচনা।
🕊️ সঠিক ও সত্যদ্বীনের আহ্বান।
যদি আপনি খুঁজে থাকেন ইসলামের সাথে আধুনিক তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞানের যোগসুত্র, কোরআনের সত্য শিক্ষা, জীবনঘনিষ্ঠ জ্ঞান ও আল্লাহর বাণী— তবে এই চ্যানেল আপনার জন্যই।
👉 আমাদের সাথে যোগ দিন অন্ধবিশ্বাসে নয় প্রতিষ্ঠিত বিশ্বাসে, কোরআনের আলোয় ।
"Khutbate Deen" Run By Maruf Raihan, Islamic spoke man, researcher and scholar.
📌 আমাদের লক্ষ: কুরআনের জ্ঞান সহজ বাংলায় সাধারণের কাছে পৌঁছে দেওয়া।
🔔 সাবস্ক্রাইব করুন ও নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন রাখুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: